পিচকারির কিসসা

দ্বারকার মীরাবাঈ কৃষ্ণকে ভজনা করতেন রাধাভাবে বিভোর হয়ে প্রেমিকরূপে। তাই শোনা যায়, তাঁর সঙ্গে নাকি কৃষ্ণ এসে হোলি খেলতেন। পিচকারি দিয়ে গুলালের রঙে রাঙিয়ে দিতেন মীরার আঁচল। এখন তো সকলের হাতে হাতে পিচকারি। হোলি খেলায় এটিই এখন পরম সঙ্গী। কিন্তু এই  সঙ্গীটি হোলি খেলায় এলো কেমন করে?

পুরাণে দেখা যায় সখীরা রাধাকৃষ্ণকে দোলের দিন দোলায় বসিয়ে কুমকুম মাখিয়ে দিচ্ছে। তারপর তাঁদের গায়ে ছুঁড়ে ছড়িয়ে দিচ্ছে হাজার ফুলের পাঁপড়ি। এই ফুলের পাঁপড়িই ইতিহাসের কোন এক বাঁকে এসে হয়ে গেল রঙ আর সেই রঙ ছিটোতে এসে গেল পিচকারি। কিন্তু ঠিক কবে থেকে পিচকারির ব্যবহার শুরু হল, দিন গুনে সেটা বলা খুব মুশকিল। তবে সম্রাট আকবরের হোলি খেলার যে ছবি পাওয়া যায়, তাতে আবিরের সঙ্গে পিচকারি ব্যবহারের কথাও জানা যায়।  মোটকথা হোলি খেলায় পিচকারি বেশ পুরনো সঙ্গী। বিশ্বাসীও। তাই না?

এটা শেয়ার করতে পারো

...

Loading...