ত্বকের রঙ আচমকা ফ্যাকাসে? সাবধান হোন

যত রকম ক্যানসার হয় তার মধ্যে অন্যতম জটিল রোগ পাকস্থলী ক্যানসার। রোগের প্রাথমিক পর্যায়ে হজমক্রিয়ায় সমস্যা, খাবার পর অস্বস্তি ছাড়া আর কোনও বিশেষ লক্ষণ থাকে না। তাই অনেক সময় শুরুর দিকে রোগ বোঝা যায় না,  সাধারণ গ্যাস অম্বল বা গ্যাসট্রিকের সমস্যা ভেবে গুরুত্ব পায় না। ফলে ক্যানসার নির্নয় হতে সময় চলে যায়, রোগ পাকস্থলি থেকে অন্য অঙ্গে ছড়িয়ে পড়ে।

অল্প খেয়েই পেট ভরে যাওয়া, নিয়মিত পেট ফেঁপে ও ফুলে থাকে। বমি হয়। রক্তস্বল্পতা দেখা দেয়। খাদ্যগ্রহণের পর খাদ্যনালীতে ব্যথা হয়। শরীরের ওজন অস্বাভাবিক কমে যায়। অনেক  সময় বমির সঙ্গে রক্ত কিংবা কালো মল হতে পারে।

পাকস্থলীতে ক্যানসার হলে ত্বকের সমস্যা দেখা দিতে পারে। চুলকানি হতে পারে। ত্বকে সারাক্ষণ জ্বালা করতে পারে।ত্বকের রঙ আচমকা ফ্যাকাসে হয়ে যেতে পারে। ত্বকে ছোট ছোট ফোলা ভাব দেখা দিতে পারে। চুলকানির সমস্যাও থাকতে পারে।

পাকস্থলীর ক্যান্সারে জিনও ফ্যাক্টর হয়ে ওঠে অনেক ক্ষেত্রে। এছাড়া দীর্ঘদিন গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগা  হ্যালিকোব্যাকটেরিয়া ইনফেকশনের অন্যতম কারণ। যারা অতিরিক্ত লবণ দেওয়া খাবার, সামুদ্রিক মাছ ও শুঁটকি বেশি খান, স্থূলত্বের সমস্যায় ভোগেন বেশি, কায়িক পরিশ্রম কম করেন তাঁদের পাকস্থলির ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।  রাবার ও কয়লা ফ্যাক্টরিতে কাজ করেন তাদের এই ক্যান্সারে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি। 

দেশের অন্যতম সেরা ক্যানসার চিকিৎসা কেন্দ্র সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এখানে আছেন বিশেষজ্ঞ চিকিৎসক টিম। চিকিৎসা এবং যোগাযোগ সংক্রান্ত তথ্য মেলে  সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ওয়েবসাইটে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...