আর্টসের সাথে সম্পর্ক ভালো রাখলে বাড়বে আয়ু

 

মাঝেমধ্যে জাদুঘর, আর্ট গ্যালারী, থিয়েটার ঘোরা স্বাস্থ্যের পক্ষে ভালো| এরফলে আয়ুকাল বাড়তে পারে, জানালো একটি গবেষণা| ‘বিএমজি’ নামক একটি জার্নালে প্রকাশিত হওয়া একটি গবেষণা থেকে জানা গেছে, নিয়মিত জাদুঘরে যাওয়ার ফলে ডিমেনশিয়া, ক্রনিক পেন, ডিপ্রেশন প্রভৃতির বিরুদ্ধে লড়তে সাহায্য করে|

ইউকে-তে বেশ কিছু প্রবীণ নাগরিকদের নিয়ে করা পরীক্ষা থেকে সামনে আসে এইসব তথ্য| জানা গেছে নিয়মিত জাদুঘর বা এরকম ঐতিহাসিক দৃশ্যের সম্মুখীন হলে কিংবা আর্ট গ্যালারিতে গিতে ছবি দেখলে শরীর এবং মন দুইই ভালো থাকে| বিশেষ করে আর্টসের সাথে যুক্ত ব্যক্তিদের মানসিক রোগ হওয়ার সম্ভাবনাও কম থাকে বলে দাবি করা হয়েছে গবেষণায়| ইউনিভার্সিটি কলেজ লন্ডনের পক্ষ থেকে প্রায় ৬০০০ বয়স্ক মানুষকে একসাথে নিয়ে বিভিন্নধরনের আর্টসের বিভিন্ন প্রভাব সম্পর্কে পরীক্ষানিরীক্ষা করা হয়| দেখা যায়, আশ্চর্যভাবে মানুষের মৃত্যুর উপর প্রভাব ফেলছে আর্টসের বিভিন্ন শাখা| শুধু মিউজিয়াম নয়, থিয়েটার, বিভিন্ন কনসার্ট, ওপেরা, প্রদর্শনী সবকিছুই প্রায় একই প্রভাব ফেলে| জানা গেছে, এই পরীক্ষাটি শুরু হয় ২০০৪ এবং ২০০৫ সালে| এরপর টানা ১২ বছর ধরে ইউকে-এর সাধারণ মানুষ এবং এই পরীক্ষায় অংশগ্রহণ করা মানুষের মৃত্যুর হার পরীক্ষা করা হয়| সেই পরীক্ষার থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বিজ্ঞানীরা দেখেন যেসব মানুষ বছরে দুইবার আর্টসের সাথে কোনো না কোনো ভাবে যুক্ত রয়েছেন তাদের আচমকা মৃত্যুর হার ১৪% হ্রাস পেয়েছে| গবেষকদের দাবি, তাদের চিন্তা করার এবং বোঝার ক্ষমতারও অনেক পরিবর্তন হয় আর্টসের কাছাকাছি অবস্থান করলে|শুধু তাই নয়, ফিজিক্যাল ফিটনেসও ব্রারে এর ফলে, জানিয়েছে গবেষকগণ|     

এটা শেয়ার করতে পারো

...

Loading...