উন্মোচিত হল 'স্ট্যাচু অফ ইউনিটি'

গুজরাতে আজ উন্মোচন করা হলো বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি 'স্ট্যাচু অফ ইউনিটি' ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল ১৪৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে সর্দার সরোবর বাঁধে উন্মোচন করা হলো সর্দার বল্লভভাই প্যাটেলর মূর্তি অনুষ্ঠানটিকে ঘিরে একাধিক অনুষ্ঠানের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তার মধ্যে অন্যতম মূর্তি লাগোয়া টেন্স সিটি ,পাশাপাশি আজই দরজা খুলবে পটেলের মিউজিয়াম

১৭ কিলোমিটার দীর্ঘ ভ্যালি অফ ফ্লাভাসেরও আজ উদ্বোধন হবে। উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিভিন্ন রাজ্য থেকে আসা কলাকুশলরা এবং বল্লভভাই পটেলের পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে তুলে ধরা হবে প্রত্যেকটি রাজ্যের সংস্কৃতি তথা দেশের সংস্কৃতি। এক মাস ধরে চলবে অনুষ্ঠান। আগামীকাল থেকে আসবেন এক একটি রাজ্যের মুখ্যমন্ত্রী

সর্বপ্রথম আসবেন যোগী আদিত্যনাথ। মূর্তি তৈরির কথা  প্রথম ঘোষণা করা হয় ৩১ অক্টোবর ২০১৩ সালে। প্রায় ৩৩ মাস পর ২০১৮ সালের অক্টোবরের মাঝামাঝি সময় শেষ হয় কাজ। জানা গেছে, মূর্তিটি তৈরী করতে লাগে প্রায় হাজার ৫০০ জন শ্রমিক। যা আনা হয় চীন থেকে। মূর্তিটি তৈরী করতে খরচ হয়েছে প্রায় ৩ হাজার কোটি টাকা। সাধারণ মানুষের জন্য জন্য ১নভেম্বর থেকে খুলে দেওয়া হবে মূর্তি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...