স্টেশন-গাইয়ে থেকে ‘বলিউড-সিঙ্গার’ রানু মণ্ডল

স্টেশন-গাইয়ে থেকে ‘বলিউড সিঙ্গার’। কথায় আছে ভাগ্য সহায় হলে আর পিছু ফিরতে হয় না। ঠিক তেমনটাই ঘটলো রানু মন্ডলের সঙ্গে। রানাঘাট স্টেশনে আগে প্রায়শই দেখা মিলত তাঁর। স্টেশন চত্বরে ঘুরে ঘুরে গান গাইতেন। ভবঘুরে জীবনের সুখ, দুঃখ, হতাশা, অপ্রাপ্তি উঠে আসত গানে। কেউ তাঁকে অবহেলা করতেন আবার কেউ তাঁর গান উপভোগ করতেন।

এখন তাঁর দেখা মেলে টিভির পর্দায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তিনি। এ যেন আলাদিনের আশ্চর্য প্রদীপের গল্প। রোজকার মত গান গাইছিলেন। পড়ে গেলেন এক সঙ্গীত প্রেমীর চোখে। রানুর গান তিনি ভিডিও বন্দি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। গানের ভিডিও ভাইরাল হয়। আর সেই ভিডিও সূত্রেই তাঁর নাম ও গান চারিদিকে ছড়িয়ে পড়ে। ‘সুপার সিঙ্গার রিয়ালিটি শো’ থেকে তাঁকে ডেকে পাঠানো হয়। সেই মঞ্চে রানু মন্ডলের গলায় ‘প্যায়ার কা নাগমা হ্যায়’ গানটি শুনে মুগ্ধ হন বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী হিমেশ রেশমিয়া। অলকা ইয়াগনিক ও জাভেদ আলিও রানুর গানে উচ্ছ্বসিত। তখনই হিমেশ রেশমিয়া তাঁর পরবর্তী ছবির জন্য প্লেব্যাক করার আহ্বান জানান তাঁকে। হিমেশের আপ কামিং ফিল্ম ‘হ্যাপি হার্ডি এন্ড হীর’ –এর জন্য ‘তেরি মেরি কাহানি’  ডুয়েট গাইছেন রানু এবং হিমেশ।

গানের রেকর্ডিং হয়েছে দিল্লিতে। হিমেশ রেশমিয়া সেই রেকর্ডিং এর কিছু মুহূর্ত তাঁর ইনস্টারগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন। হিমেশ রানুর গানের কন্ঠকে ‘ডিভাইন’ বলেছেন। তুলনা করেছেন লতা মঙ্গেশকরের সঙ্গে।

দিল্লিতে গানের রেকর্ডিং শেষ করে কলকাতায় ফেরার সময় দমদম বিমান বন্দরে রানু মুখোমুখি হন মিডিয়ার।  হিন্দি ছবিতে প্রথম প্লেব্যাকের অভিজ্ঞতা কেমন ছিল জানান।  গান গেয়ে কেমন লাগছে সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “গুড... গুড। গুড এক্সপিরিয়েন্স।”

 হিমেশ রেশমিয়ার ছবিতে গান গেয়ে কেমন লাগছে জানতে চাইলে পেশাদার শিল্পীর মতোই তাঁর জবাব,  “খুবই সুন্দর, খুবই ভাল।” আরও গান গাওয়ার কথায় তিনি জানালেন, “একটা তো অলরেডি আমি কলকাতায় গেয়ে গিয়েছি বাংলায় এবং ওটা গেয়ে হিন্দি গাইলাম। একটা কলকাতায় আর একটা দিল্লিতে। মানে একটা বাংলা একটা হিন্দি।” কী কী গান গেয়েছেন সেই প্রশ্নের জবাবে বলেন, “শুধু একটাই গান বাংলায়, আর সুপার সিঙ্গারে আমি গেয়েছি এক প্যায়ার কা নাগমা হ্যায়, আর যে হিন্দি গানটা নতুন।”  ইতিমধ্যেই ভাইরাল রানু- হিমেশের সেই গান। বিমানবন্দরে সাংবাদিকদের অনুরোধে গাইলেন সেই লাইন “তেরি... মেরি...মেরি তেরি..। তেরি...মেরি...মেরি তেরি...। তেরি মেরি কাহানী.....।”

এটা শেয়ার করতে পারো

...

Loading...