পশ্চিমবঙ্গে দূষণ রুখতে রাজ্য সরকার তরফ থেকে নেওয়া হলো এক নয়া পদক্ষেপ। ভিক্টোরিয়া মেমোরিয়াল, রবীন্দ্রভারতী সহ শহরের কয়েকটি এলাকায় চালু রয়েছে বায়ুদূষণ মাপার যন্ত্র। কিন্তু এবার বসানো হবে আরও আধুনিক যন্ত্র। দূষণের সবকটি দিক ধরা পড়বে আধুনিক যন্ত্রে। মাননীয় মেয়র শুভেন্দু অধিকারী জানিয়েছেন, কলকাতার ম্যাডক্স স্কয়ার, দেশপ্রিয় পার্ক, যাদবপুর, সল্টলেক, ব্যারাকপুরের পুলিশ ট্রেনিং স্কুল, জোকা আই আই এম,এবং চুঁচুড়া পুরসভা এলাকা সহ আরও কয়েকটি জায়গায় বসবে আধুনিক যন্ত্র। পরবর্তীকালে পরিকল্পনার আংশিক পরিবর্তন ঘটে। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারপার্সন কল্যাণ রুদ্র বলেন, "দেশপ্রিয় পার্ক নয়, রবীন্দ্র সরোবরে বসবে ওই যন্ত্র"। বিডন স্ট্রিট, ম্যাডক্স স্কয়্যার,দেশবন্ধু পার্ক এও বসানো হবে এই যন্ত্র। জানা গিয়েছে,দূষণের মাত্রা হিসাবে কলকাতাকে কয়েকটা গ্রিডে ভাগ করা হয়েছে। দূষণ মাপার জন্য আধুনিক যন্ত্রগুলি বসিয়ে গ্রিড অনুযায়ী চার কিলোমিটার অন্তর কন্টিনিউয়াস অ্যাম্বিয়েন্ট এয়ার কোয়ালিটি মনিটরিং স্টেশন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। শহরের পাঁচটি জায়গা পরিদর্শনের পর তার রিপোর্ট দেওয়া হয়েছে মেয়র শোভন চট্টোপাধ্যায়কে। সরকারের এই পদক্ষেপে দূষনের মাত্রা একটুও হলে কমবে বলে আশাবাদী রাজ্যবাসী।