আজ নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের তিনটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা করল। এর সঙ্গে উত্তরাখণ্ডের পিথোরাগড় কেন্দ্রের উপনির্বাচনের দিনও ঘোষণা করা হল।
পশ্চিমবঙ্গের করিমপুর, কালিয়াগঞ্জ এবং খড়্গপুর সদর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন সংঘটিত হবে আগামী ২৫ নভেম্বর। এই উপনির্বাচনের ফল প্রকাশিত হবে ২৮ নভেম্বর। আগামী ৩০ অক্টোবর নির্বাচন সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিতে হবে আগামী ৬ নভেম্বরের মধ্যে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে ১১ নভেম্বর।
কংগ্রেস বিধায়ক প্রমথনাথ রায়ের মৃত্যুর ফলে কালিয়াগঞ্জ বিধানসভা আসন বর্তমানে শূন্য। বিজেপির দিলীপ ঘোষ খড়্গপুর এবং তৃণমূলের মহুয়া মৈত্র করিমপুরের আসন ছেড়ে লোকসভা ভোটে জিতে সাংসদ হয়ে যাওয়ায় সেখানকার আসন দু'টিও খালি রয়েছে। সূত্রের খবর, বিধানসভার তিনটি উপনির্বাচনেই জোট বেঁধে লড়বে কংগ্রেস ও সিপিএম। তবে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু ঘোষণা করা হয়নি কোনও তরফেই।
Schedule for bye-elections to fill four casual vacancies in the State Legislative Assemblies of Uttarakhand and West Bengal
— PIB India (@PIB_India) 25 October 2019
Details here: https://t.co/fTyguhcboY pic.twitter.com/RXWmcD4fKw