একাধিক প্রকল্পের উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য জুড়ে বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করছেন তিনি। সম্প্রতি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের রাজারহাট ক্যাম্পাস উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। আগামী বুধবার ২০ ফেব্রুয়ারি '২০১৯ মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে কলকাতার পথে ইলেকট্রিক বাস এবং মহিলা যাত্রীদের জন্য পিঙ্ক ট্যাক্সি পরিষেবার উদ্বোধন করবেন।
কলকাতার তিনটি রুটে খুব শীঘ্রই ২০টি ইলেকট্রিক বাস চলাচল শুরু হবে বলে আশা করা যায়। এই পরিষেবা দীর্ঘ প্রতীক্ষিত। শ্যামবাজার-নবান্ন রুটে ১০ টি বাস চালানো হবে বলে জানা গেছে পরিবহন দপ্তর থেকে। টালিগঞ্জ থেকে এয়ারপোর্ট রুটে চলবে আরো পাঁচটি বাস। বাকি পাঁচটি চলবে জোকা-নিউটাউন রুটে। আগামী কিছু মাসের ভিতরে আরো ২০ টি ইলেকট্রিক বাস নামবে কলকাতার রাস্তায়। কলকাতার রাস্তাতে খুব শীঘ্রই ব্যাঙ্গালুরুর মতোই চলবে পিঙ্ক ট্যাক্সি। পিংক ট্যাক্সি তে চালক এবং মালিক দুজনেই থাকবেন মহিলা। এই ট্যাক্সি আরোহনের ক্ষেত্রে শুধুমাত্র বিবেচ্য হবেন মহিলা এবং সিনিয়র সিটিজেনরা। আপাতত এই প্রকল্পে ১০ টি পিঙ্ক ট্যাক্সি নিয়ে যাত্রা শুরু হবে।
পিঙ্ক ট্যাক্সি উদ্বোধনের সাথে সাথে শিল্পাঞ্চল আসানসোল-দুর্গাপুরের দূষণ রোধে দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন-এর ২০টি সি এন জি বাস প্রকল্পের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা। তার সাথে নবান্ন থেকে রিমোট কন্ট্রোলের সাহায্যে নতুন রূপে ঢেলে সাজানো ৮বি বাস স্ট্যান্ডের উদ্বোধন করবেন তিনি। জেলা প্রশাসন বিভাগ থেকে জানা গেছে আগামী ২২ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী তারকেশ্বর যাচ্ছেন আরো কিছু প্রকল্প নিয়ে। দলীয় কর্ম সুচির মধ্যেই কৃষক বন্ধু সহ অন্যান্য সকরকারী ভাতাও ঘোষণা করবেন মমতা বন্ধ্যেপাধ্যায় ।
জলপাইগুড়ির সার্কিট বেঞ্চ উদ্বোধনে আগামী ৯ মার্চ যোগ দেবেন মুখ্যমন্ত্রী। রাজ্যের আইন ও বিচার মন্ত্রণালয় জানিয়েছে ভোটার ঘোষণা হয়ে গেলেও এই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগেই এসএসকেএম হাসপাতালে ট্রমা কেয়ার ইউনিট -এও উদ্বোধন করার কথা তার। যে কোনো দুর্ঘটনায় আহতদের জন্য তাৎক্ষণিক চিকিৎসা দেবার লক্ষ্যে ২০ কোটি টাকা ব্যয়ে ২৩৬ টি বেড নিয়ে এই ইউনিটটি নির্মাণ হয়েছে গত পাঁচ বছর ধরে। কিন্তু কিছু কাজ অসম্পূর্ন থাকায় ভোটেই আগেই এই প্রকল্পটি উদ্বোধন করা সম্ভব হবে কিনা তা নিয়ে দ্বিধায় আছে স্বাস্থ্য দপ্তর।
আগামী ২৩ এবং ২৪ ফেব্রুয়ারি '২০১৯ রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম দমদম টাউন হল এবং সুইমিং পুল সংস্কারের শুভ সূচনা করবেন। এছাড়াও উত্তর কলকাতায় রাজ্যের সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্রের নিকাশি সেচ প্রকল্পের আরম্ভ করবেন। আগামী ২৭ ফেরুয়ারি কলকাতা চারু মার্কেট, কাঁকুড়গাছি, নিউ আলিপুর এলাকায় সুফল বাংলার স্টোর উদ্বোধন করবেন মন্ত্রী তপন দাশগুপ্ত এবং পূর্ত মন্ত্রী অরূপ বিশ্বাস। খাদ্য ভবনের কৃষি বিপণন দপ্তর থেকে রিমোট কন্ট্রোলের সাহায্যে এই উদ্বোধন অনুষ্ঠিত হবে। এছাড়াও রাজ্যের কোচবিহার এবং আলিপুরদুয়ারে শ্রমিক মেলা এবং ময়নাগুড়িতে জল প্রকল্পের সূচনা করা হবে শীঘ্রই।