কলকাতা বিমানবন্দরে সম্প্রতি বিমানের সংখ্যা যেমন বেড়েছে, তেমনি যাত্রীর সংখ্যাও বেড়েছে। এই অবস্থার কথা মাথায় রেখে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া কলকাতায় আর একটি বিমানবন্দর গঠন করার প্রয়োজনীয়তা উপলব্ধি করে রাজ্য সরকারের কাছে প্রস্তাব দেয়। দ্বিতীয় বিমানবন্দর তৈরী করার জন্য তারা রাজ্য সরকারের কাছে জমি চেয়ে আবেদন করে।
নবান্ন সূত্রে জানা গেছে, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার ডিরেক্টর নবান্নে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করেন সম্প্রতি। এয়ারপোর্ট অথরিটির ডিরেক্টরকে অন্ডালে বিমানবন্দর করার প্রস্তাব দিলে তিনি জানান, কলকাতার কাছাকাছি জায়গা হলেই ভালো। দেশের অন্যান্য জায়গায় দুটি বিমানবন্দরের মধ্যেও দূরত্ব বেশি নয়, তাই কলকাতাতেও ৩০-৪০ কিমি এর মধ্যে দ্বিতীয় বিমানবন্দর হলেই ভালো। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক, ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত, ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিং এবং প্রাক্তন সংসদ সদস্য তড়িৎবরণ তোপদার। কমিটির সদস্য সচিব হলেন জেলাশাসক অন্তরা আচার্য। এই কমিটি দুটি বৈঠক শেষে নৈহাটিতে প্রায় দু'হাজার একর জমি চিহ্নিত করা হয়েছে। জমির ম্যাপ তৈরির কাজ চলছে। একটি ম্যাপে সেনাবাহিনীর জমিসহ ম্যাপ তৈরী করার কথা বলা হয়েছে আর অন্য ম্যাপে সেনাবাহিনীর জমি বাদ দিয়ে বাকি জমি চিহ্নিত করার কথা বলা হয়েছে। দুটি ম্যাপ-ই মুখ্যমন্ত্রীর কাছে অনুমোদনের জন্য যাবে। সেখান থেকে অনুমোদন পেলে তা এয়ারপোর্ট অথরিটির কাছে পাঠানো হবে। সকলেই মনে করছেন, এখানে আরো একটি বিমানবন্দর তৈরী হলে সমগ্র এলাকার উন্নতি হবে।