আসন্ন পুজোতে বাংলা সিনেমাকে উপহার দিল রাজ্য সরকার

‘আয়রে ছুটে আয় পুজোর গন্ধ এসেছে’- গানটি শুনলেই ছোটবেলায় আমাদের মন উচাটন হয়ে উঠত| পুজোর গন্ধ মানেই তো পুজোর ড্রেস, জুতো, সাজার সরঞ্জাম প্রভৃতি কিনতে হবে| মা-বাবারাও হাত খুলে এই সময় উপহার দিতে কুন্ঠা করতেন না| তো এবছরের এই পুজোতেও বাংলা সিনেমাপ্রেমী তথা গোটা বাংলা সিনেমা জগতকে উপহারে ভরিয়ে দিল রাজ্য সরকার| শুক্রবার রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতর এক নির্দেশিকা জারি করে জানিয়েছে, বাংলার সমস্ত সিনেমা হল এবং মাল্টিপ্লেক্সগুলিতে কমপক্ষে একটি পর্দায় সারা বছর ‘প্রাইম টাইম’-এ বাংলা ছবির ১২০টি শো বাধ্যতামূলক করা হচ্ছে| যদিও জিটিএ এলাকা এই নির্দেশিকার আওতায় থাকছেনা| রাজ্য সরকারের এই নির্দেশিকা প্রকাশিত হওয়ার পর চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত শিল্পী, কলাকুশলী, পরিচালক, প্রযোজক সকলেই স্বাগত জানিয়েছেন| সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেও এই শিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিরা সরকারের এই উদ্যোগকে সাধুবাদ দিয়েছেন| রাজ্য সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মাল্টিপ্লেক্সের কর্তৃপক্ষও|

     পশ্চিমবঙ্গ ফিল্ম একাডেমির চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, বাংলা সিনেমাকে বাঁচাতে এই ধরনের উদ্যোগ নেওয়া একমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষেই সম্ভব| তিনি বাংলা সিনেমার স্বর্ণযুগ আসার ব্যাপারে আশা প্রকাশ করেছেন| আঞ্চলিক ভাষার ছবিকে বাঁচাতে হলে সেই অঞ্চল বা রাজ্যের পৃষ্ঠপোষকতা দরকার| মারাঠা ছবির ক্ষেত্রে এই ধরনের ব্যবস্থা অনেক আগে থেকেই চালু ছিল| এর ফলে বাংলা ছবি হিন্দি ছবির সঙ্গে পিছিয়ে পড়ার আশংকা থেকে অনেকটাই মুক্তি পাবে| কারণ, হিন্দী ব্লক ব্লাস্টার ছবি দেখানোর জন্য বাংলার অনেক ভালো ভালো ছবি হল পেতনা তা আমরা খুব ভালো করেই জানি| ফলে কিছুদিন দেখানোর পর বাংলা ছবিগুলি আর হলে দেখানোই হতো না| দর্শকের দেখার ইচ্ছে থাকলেও তা হয়ে উঠত না| সেই সমস্যা থেকে বাংলা ছবির মুক্তি ঘটল এবং সিনেমা প্রেমিকরাও নিজেদের পছন্দমত ছবি দেখার সুযোগ পেল|

এটা শেয়ার করতে পারো

...

Loading...