বিদ্যুৎ চাহিদা মেটাতে উদ্যোগ

আসন্ন গরমের অতিরিক্ত বিদ্যুৎ চাহিদা কমিয়ে আনতে অতিরিক্ত বিদ্যুতের ব্যবস্থা করল রাজ্য সরকার। বিদ্যুৎ চাহিদা মেটাতে আমদানি করা হয়েছে তিন লক্ষ টন কয়লা। চলতি মাসেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ডিভিসির রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ২০০ মেগা ওয়াট বিদ্যুৎ কেনার জন্য চুক্তিবদ্ধ হয়েছে। আগামী জুন -জুলাই মাসের অস্বাভাবিক গরমে বিদ্যুৎ চাহিদা পূরণ করার জন্য আরো ৩০০ ওয়াট করে বিদ্যুৎ কেনার দরপত্র চেয়েছে রাজ্য সরকার। এই বিদ্যুৎ কেনা হবে জুন থেকে। ২০২৫ সাল অব্দি রাজ্যে বিদ্যুতের চাহিদা কতটা হতে পারে সেটা অনুমান করে এখন থেকেই পরিকল্পনা অনুযায়ী উদ্যোগী হয়েছে রাজ্য।

পশ্চিমবঙ্গে গরমের সময় অতিরিক্ত বিদ্যুৎ চাহিদা মেটাতে যে পরিমান বিদ্যুৎ প্রয়োজন, তার থেকে বেশি বিদ্যুৎ এ রাজ্যে রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ শিল্পমহল। রাজ্যের তাপ বিদ্যুৎ কেন্দ্রগুলির যে পরিমান উৎপাদন ক্ষমতা রয়েছে তা আগামী ২০২০ সাল অব্দি পর্যাপ্ত বিদ্যুতের চাহিদা মেটাতে পারবে। এর সাথে ২০২০ সাল পর্যন্ত তাপ বিদ্যুৎ কেন্দ্রগুলির দীর্ঘমেয়াদি চুক্তি যা বিদ্যুতের চাহিদা পূরণ করার পরও ১০০০ মেগা ওয়াট থাকবে। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বিদ্যুৎ কেনার কারণ জানিয়ে বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছেন বিদ্যুৎ থাকলেও গ্রীষ্মের সাথে পাল্লা দিতে কোনোরকম ঝুঁকি নেবেনা রাজ্য সরকার। গ্রীষ্ম বা বর্ষায় কোনভাবে কয়লার সংকুলান হলে বা কোন তাপবিদ্যুৎ কেন্দ্র যদি উৎপাদনে অসমর্থ হয়, সে কারণেই অগ্রিম পরিকল্পনার উদ্যোগ নেয় রাজ্য।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...