“আমরা দাঙ্গা চালানোর অনেক চেষ্টা করলাম কিন্তু সরকার আমাদের “দাঙ্গা” চালাতে দিল না”, অকপট স্বীকারোক্তি মিলন ভৌমিকের। তার কথা অনুযায়ী শুক্রবার রাজ্য জুড়ে “দাঙ্গা” শুরু হওয়ার যে প্ল্যান ছিল তাদের, তা রাজ্য সরকারের তরফ থেকে আটকে দেওয়ার ফলে অনেক পরিমানের টাকা ক্ষয়ক্ষতি হয়েছে তাদের। ভাবছেন কে এই মিলন ভৌমিক যিনি প্রকাশ্যে দাঙ্গা লাগানোর কথা বলছেন। ভয় পাবেন না ইনি কোনো দাঙ্গাবাজ নন ইনি হলেন “দাঙ্গা” নামক একটি ছায়াছবির নির্দেশক।
শুক্রবার গোটা পশ্চিম বঙ্গ জুড়ে মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটি। কিন্তু প্রশাসনিক বাঁধা নিষেধের ফলে অনিদৃষ্টকালের জন্য পিছিয়ে গেল এই ছবির মুক্তির সময়। দেশভাগের সময়ের প্রেক্ষাপটে তৈরী ছবি দাঙ্গা পশি্চমবঙ্গের ইতিহাসের এক অন্যতম অধ্যায়, সরকার সেই ছবির মুক্তি আটকে দেওয়ার ফলে বাকি দেশের কাছে জোড়াল প্রশ্নচিহ্নের মুখে পড়তে পারে এ রাজ্যের ভাবমূর্তি বলে জানান ছবির প্রোযোজক সংস্থা।