বিশ্ব জলাভূমি দিবসে রাজ্যে এল সুখবর

২ ফেব্রুয়ারি সংবার্ষিক আকারে বিশ্ব জলাভূমি দিবস পালিত হয়ে থাকে। জলাভূমি সংক্রান্ত সম্মেলনে স্বাক্ষর গ্রহণের দিনকে স্মরণীয় করে রাখতেই এই দিবস পালিত হয়ে থাকে। ১৯৭১ সালে এই দিনে কাস্পিয়ান সাগরের তীরবর্তী ইরানের রামসার সরে জলাভূমির আন্তর্জাতিক উপযোগিতার কথা তুলে ধরা হয়েছিল। আর সেই দিবসের প্রাক্কালে রাজ্যে এল নতুন সংবাদ।

   বিশ্বের রামসর সাইট হিসেবে নির্বাচিত হল সুন্দরবন। আজ সুন্দরবনকে আন্তর্জাতিক রামসর এলাকা হিসেবে চিহ্নিত করায় স্বভাবতই খুশি রাজ্য। জানা গিয়েছে, সুন্দরবনের ৪ লক্ষ হেক্টর এলাকা রামসর এলাকা হিসাবে চিহ্নিত করা হয়েছে। এতদিন কেরলের ভীমনাদ কোল জলাভূমি দেশের বৃহত্তম রামসর এলাকা নাম পরিচিত ছিল। দ্বিতীয় স্থানে ছিল ওড়িশার চিল্কা জলাভূমি। কিন্তু এবার দেশের বৃহত্তম রামসর এলাকা হল সুন্দরবন। বাংলাদেশের অংশে পড়া সুন্দরবন অনেক আগেই রামসর তালিকাভুক্ত হয়েছিল। তাই ভারতের সুন্দরবনকেও সেই তালিকায় আনা হোক এই মর্মে রাজ্যের পক্ষ থেকে কেন্দ্রকে আবেদন করা হয়েছিল। অবশেষে শুক্রবার সুন্দরবনকে আন্তর্জাতিক জলাভূমি বলে ঘোষণা করা হল। জানা গিয়েছে, রাজ্যে এতদিন পূর্ব কলকাতার জলাভূমি রামসর এলাকা হিসেবে স্বীকৃত ছিল। তবে এবার সুন্দরবন কে চিহ্নিত করায় স্বভাবতই বেশ খুশি পরিবেশ প্রেমী মানুষ। এই বিষয়ে পরিবেশকর্মীরা জানিয়েছেন, সুন্দরবন আন্তর্জাতিক রামসর এলাকা হিসেবে চিহ্নিত হওয়ায় গোটা বিশ্বের কাছে সুন্দরবনের গুরুত্ব আরও বৃদ্ধি পাবে। এর ফলে এই স্থানের পর্যটনের সম্ভাবনা যেমন বাড়বে, তেমনই জলাভূমিকে সংরক্ষণেও এবার নজর দিতে হবে।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...