কেন্দ্রের গঠন করে দেওয়া মোটর ভেহিকেল আইন মোতাবেক ট্রাফিক আইন অমান্য করার জন্য যে জরিমানা ধার্য করা হয়েছে, তা মানতে নারাজ রাজ্য সরকার। শুক্রবার এক বৈঠকে রাজ্য পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, অতিরিক্ত জরিমানা ধার্য করার পক্ষপাতী নয় রাজ্য।
যদিও এটর্নি জেনারেল কে কে ভেনুগোপাল বলেন, রাজ্য সরকার কেন্দ্রের করা সংশোধনী আইনের থেকে কম জরিমানা নিতে পারেনা। উক্ত সংশোধনী আইনটি ১ সেপ্টেম্বর থেকে কার্যকরী করা হয়েছে। বাংলার সঙ্গে দিল্লিও এই আইনের বিরোধিতা করেছে এবং কেন্দ্রের ঘোষণা করা সর্বনিম্ন এবং সর্বোচ্চ জরিমানা মেনে নিতে রাজি হয়নি। এছাড়াও বিজেপি শাসিত রাজ্য গুজরাতও বর্ধিত হারে ট্রাফিক জরিমানা অমান্য করছে। ২৫৪ নং ধারায় যা বলা আছে, তা রাজ্য মানতে বাধ্য কি না তা নিয়ে একটি বিতর্কের সৃষ্টি হয়েছে বলে জানান কিছু কেন্দ্রীয় সরকারি আধিকারিক।
এদিকে রাজ্যের পরিবহনমন্ত্রী জানাচ্ছেন, ওই আইনে সঠিক কি বলা আছে এবং তা কিভাবে বিভিন্ন রাজ্যে প্রয়োগ করা হবে সে বিষয়ে বিস্তারিতভাবে বোঝা ও বোঝানোর জন্য একটি আলাদা কমিটি গঠন করা হয়েছে। একদিকে ওনারা বলছেন, তাঁরা গাড়ি চালকদের সুবিধা দেখছেন অপরদিকে জরিমানা বাড়িয়ে দিচ্ছেন, এ তো নিজেদের বক্তব্যেরই দুটো অর্থ বেরোচ্ছে।