সম্প্রতি রাজ্যের বেশ কিছু বিদ্যালয়ে ইংরেজি মাধ্যম চালু হয়েছে। এই সিদ্ধান্তে খুশি অভিভাবক, পড়ুয়া থেকে শিক্ষক-শিক্ষিকা সকলেই। ফাঁকা হয়ে যাওয়া স্কুলগুলিতে আবার পড়ুয়ারা আসছে লেখাপড়া করতে। স্কুল কর্তৃপক্ষও খুশি। যথেষ্ট উৎসাহ নিয়ে ছেলেমেয়েরা ইংরেজি শিখছে। এই উৎসাহে যাতে ভাঁটা না পড়ে, তার জন্য শিক্ষা দফতর গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছেন। ক্লাসরুম শিক্ষাকে সামগ্রিকভাবে যথেষ্ট আনন্দদায়ক ও বিনোদনমূলক করে তুলতে প্রয়াসী হয়েছেন তাঁরা। ছবি সহ এলফ্যাবেট শেখানোর বই-এর পাশাপাশি যাতে নানা রকম খেলনা, ছবি, মডেল ব্যবহার করে তাদের শেখানো হয়, তার নির্দেশ দেওয়া হয়েছে। এগুলি সব দেবে রাজ্য সরকার। খুদে পড়ুয়াদের রঙ পেন্সিল, আঁকার খাতা দেওয়ার পাশাপাশি অক্ষর ও বাক্য গঠন শেখাতে ক্লাসরুমে ব্যবহারের জন্য কাঠের তৈরী নানা খেলনা দেওয়া হবে। বাড়িতে নিয়ে যাওয়ার জন্যও তাদের কিছু খেলনা দেবার কথা ভাবা হচ্ছে। এছাড়াও ক্লাসে কম্পিউটারে ইন্টারেকটিভ ভিডিও ব্যবহার, নানা রঙিন চার্টের মাধ্যমে পড়ানোর কথাও ভাবা হচ্ছে।
আইসিএসই বা সিবিএসসি-র ধাঁচে যাতে বাচ্চাদের পড়ানো হয়, সেদিকেই খেয়াল রাখা হচ্ছে। যাতে বাচ্চাদের বেশি লেখা বা পড়ার চাপ না দেওয়া হয়, তার দিকেও নজর রেখে সব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরে ক্লাসের পড়াশোনাকে পড়ুয়াদের কাছে আরও মনোগ্রাহী করার উদ্দেশ্যে নানা আলোচনা হয়েছে ইতিমধ্যেই। স্কুলশিক্ষা দফতর সূত্রে খবর, ইংরেজি মাধ্যম স্কুলগুলিতে শিক্ষক সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। সেই কারনে এখন যে শিক্ষকরা বাংলা মাধ্যমে পড়ালেও ইংরেজিতে পড়াতে পারবেন, তাদের চিহ্নিত করা হবে এবং দফায় দফায় প্রশিক্ষণ দেওয়া হবে। এইভাবে বিভিন্ন উপায়ে স্কুলের পড়াশোনাকে আরো মনোগ্রাহী করে তুলতে বদ্ধপরিকর রাজ্য স্কুল শিক্ষা দফতর।