বর্তমানে নেট ব্যাঙ্কিং উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। এই পরিষেবার জন্য ব্যাঙ্ক গুলি একটি চার্জ নিয়ে থাকে। সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তাদের নেট ব্যাঙ্কিং পরিষেবার ক্ষেত্রে কোনোও রকম চার্জ নেওয়া বন্ধ করে দিয়েছে। সূত্রের খবর আর.বি.আই. বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নেট ব্যাঙ্কিং পরিষেবায় গ্রাহকদের বেশি পরিমাণে নিযুক্ত করার জন্য চার্জ তুলে নেওয়ার নির্দেশ দেয়। ইতিমধ্যেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ১লা জুলাই থেকে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট ও ন্যাশানাল ইলেক্ট্রনিক্স ফান্ডস ট্রান্সফারের ক্ষেত্রে চার্জ নেওয়া বন্ধ করে দিয়েছে। সম্প্রতি ১লা আগস্ট থেকে ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস থেকে চার্জ তুলে নেওয়ার ঘোষনা করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
২ লাখের বেশি টাকা ট্রানজাকশনের জন্য রিয়েল টাইম গ্রস সেটলমেন্ট (RTGS) করতে হয় আর এক্ষেত্রে ব্যাঙ্ক ৫০ টাকা পর্যন্ত নিত। আবার ২ লাখ টাকা ট্রানজাকশনের জন্য ন্যাশানাল ইলেক্ট্রনিক্স ফান্ডস ট্রান্সফার (NEFT) করতে হয় -এর জন্য ব্যাঙ্ক ৫টাকা পর্যন্ত চার্জ নিয়ে থাকত। তবে ১লা জুলাই থেকে এই সমস্ত চার্জ বন্ধ করেছে স্টেট ব্যাঙ্ক। আগামী আগস্ট মাস থেকে ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস (IMPS) –এর জন্যেও এই চার্জ লাগবে না।
সূত্রের খবর স্টেট ব্যাঙ্কের মোট গ্রাহকের মধ্যে ১কোটি ১৪ লাখ গ্রাহক ইন্টারনেট ব্যাঙ্কিং করে থাকে অর্থাৎ চার্জ তুলে নেওয়ার ফলে গ্রাহকদের অনেক সুবিধা হয়েছে। এর ফলে আগামীকাল গুলিতে স্টেট ব্যাঙ্কের গ্রাহক সংখ্যাও বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। স্টেট ব্যাঙ্কের এই সিদ্ধান্তের পর অন্যান্য ব্যাঙ্কগুলিও নেট ব্যাঙ্কিংয়ে চার্জ তুলে নেবে বলে মনে করা হচ্ছে।