ভারতীয় বিজ্ঞানীর নামে নামকরণ করা হলো এক বামন নক্ষত্রের

মহাকাশের কোনায় কোনায় ছড়িয়ে রয়েছে নানা গ্রহ নক্ষত্র| তাদের আবার রয়েছে বিচিত্র সব নাম| কিছু ক্ষেত্রে ভারতীয় কোনো নাম রাখা হয় সেইসব গ্রহ নক্ষত্রের| কিন্তু বাংলা নাম খুবই কম শোনা যায়| বাংলা পঞ্জিকা অনুযায়ী কিছু নক্ষত্র যেমন রেবতী, কৃত্বিকা, উত্তড়াষা, স্বাতী প্রভৃতি নক্ষত্রের নাম বাংলায় দেওয়া থাকলেও আন্তর্জাতিক স্তরে নক্ষত্রের বাংলা নাম খুব একটা চোখে পড়ে না| সম্প্রতি, এইচডি ৮৬০৮১ নামক একটি নক্ষত্রের নামকরণ করা হয়েছে ‘বিভা’, যার অর্থ ‘উজ্জ্বল আলোর বিম’|

এর ঠিক সাথেই রয়েছে এইচ৮৬০৮১বি নামক আরেকটি গ্রহ| তারও নাম ভারতীয়| সংস্কৃত শব্দ ‘সন্তমাষা’, এর অর্থ ‘মেঘে ঢাকা’| মনে করা হচ্ছে যে গ্রহটির বাংলা নামকরণ হয়েছে সেই গ্রহটি অনেকাংশে জুপিটার গ্রহের মতো| জুপিটারের মতোই বৃহৎ আকার এবং গ্যাসে পরিপূর্ণ এই নতুন আবিষ্কৃত গ্রহটিও| তবে জুপিটারের থেকে এর পার্থক্য রয়েছে অনেকটাই| এই হলো একমাত্র গ্রহ যা একটি নক্ষত্রকে একাই প্রদক্ষিণ করে চলেছে| পেরেন্ট নক্ষত্রের খুবই কাছে অবস্থান এই গ্রহের| সেখানে জুপিটার সূর্যের থেকে অনেকটাই দুরে অবস্থান করছে| জানা গেছে, এই গ্রহের তাপমাত্রা এতটাই বেশি যে অনায়াসেই লোহা এবং সোনা এই দুই ধাতু গলিয়ে ফেলতে পারবে| শুধু ‘সন্তমাষা’ বা ‘বিভা’ই নয়| আরেকটি নক্ষত্রেরও সম্প্রতি নামকরণ করা হয়েছে ‘দিয়া’, যার অর্থ প্রদীপ| এই নক্ষত্রটির আগের নাম ছিল ওয়াস্প-৭২|

তবে যে গ্রহটির নাম বিভা রাখা হয়েছে তার পিছনে রয়েছে এক ইতিহাস| এই গ্রহটির নামকরণ হয়েছে বিভা চৌধুরী নামক ভারতীয় পদার্থ বিজ্ঞানীর নাম অনুসারে| তিনি কণা এবং কসমিক রশ্মি নিয়ে গবেষণা করছিলেন| কাজের স্বীকৃতি তিনি কখনোই পাননি| এই অনামী বিজ্ঞানীর কাজের স্বীকৃতি দিতেই পৃথিবী থেকে ৩৪০ আলোকবর্ষ দুরে অবস্থিত একটি বামন নক্ষত্রের নামকরণ করা হয়েছে বিভা|

এটা শেয়ার করতে পারো

...

Loading...