জলসার বর্ষবরণ

এসে গেছে ১৪২৬নতুন বছরকে স্বাগত জানাতে প্ল্যানমাফিক খানাপিনা, আউটিং সেরে ফেলেছেন মানুষ। আর সাধারণ মানুষের মনে আনন্দের ঝড় তুলতে বসে নেই বাংলা টেলিভিশন চ্যানেলগুলিও। বর্ষবরণ উৎসবে মেতে উঠল স্টার জলসা। নাচ, গান, আবৃত্তি সবই ছিল অনুষ্ঠানের রসদ হিসেবে। বাউল গান গাইলেন পটা, কার্ত্তিক দাস বাউল, গৌরব দাস। ব্রততী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠের সেই জনপ্রিয় কবিতা আমিই সেই মেয়ে’-র সঙ্গে পারফর্ম করলেন পল্লবী শর্মাএবার জমবে মজার ছোটে ওস্তাদদের টিম শুকনো পাতার নূপুর পায়ে এবং আমরা নূতন যৌবনেরই দূত গান দুটির সঙ্গে নিজেদের নৃত্য ক্যারিশ্মা দেখিয়েছে। তা ছাড়াও নৃত্য পরিবেশন করেছেন স্বস্তিকা, রুদ্রজিত, মধুমিতা সহ আরও অনেকে। অনুষ্ঠানের ঝাঁঝ বদলে দিতে হাজির ছিলেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, উপল সেনগুপ্ত এবং সিধু। নস্ট্যালজিয়া এবং বাঙালিয়ানার মিশেলে মঞ্চ মাতালেন তাঁরা। ইমন চক্রবর্তী, শোভন গাঙ্গুলি, সৌম্য এবং চন্দ্রিকার গানেও ছিল অন্য আমেজ। এ ছাড়া অভিজিৎ ভট্টাচার্যের পারফরম্যান্স বর্ষবরণ আড্ডায় অন্য মাত্রা সংযোজন করে। রাহুল দেব বর্মণের সুরে বহু গান আরও একবার শুনে নেওয়ার পালা এই অনুষ্ঠানে। রয়েছে আরও অনেক চমক।  

bb-2

bb-1

আর এই সবই ঘটেছে অগোচরে। এবার গোচরে আসার পালা। আগামী ২১ এপ্রিল ঠিক সন্ধে ৬ টায় স্টার জলসা ও স্টার জলসা এইচ ডি তে সম্প্রচারিত হবে এই অনুষ্ঠান।

bb-3

এটা শেয়ার করতে পারো

...

Loading...