সদা ব্যস্ত পার্ক স্ট্রিট। উইকএন্ড তো বটেই সারাক্ষণ লেগেই আছে ভিড়। সারি সারি রেঁস্তোরার পাশ দিয়ে হাঁটতে গেলে চোখ টেনে নেয় ফুটপাতের ওপর নানা আয়োজন। চেনা পসরার ভিড় আছে, তার মধ্যে আলাদা করে ডাক দেয় গান আর বই।
পার্ক স্ট্রিট গান আর বই সমার্থক হয়ে আছে বহু যুগ ধরে। কিন্তু সাম্প্রতিকতম সংযোজন বাস্কিং। একা গায়ক আর তাঁর গিটার একা একা গেয়ে যায় নিজের সুরে। কেউ তাতে কান পাতে, কেউ পাতে না। চোখ আটকে যায় তাঁদের বার্তায়। কখনও কখনও গান হয়ে ওঠে বার্তা ,আবার কখনও লেখা থাকে কাগজে কলমে শ্রোতার জন্য বিশেষ বার্তা। তেমনি বার্তা দেন বেহালার শুভম। সেন্ট জেভিয়ার্স কলেজে বি.কম তৃতীয় বর্ষের ছাত্র শুভম দেবনাথ গত ছ’মাস ধরে নিয়মিত বাস্কিং করেন পার্ক স্ট্রিটে অলি পাবের সামনে। বাবার ডায়ালেসিস চলছে বিদ্যাসাগর হাসপাতালে। সপ্তাহে তিনবার ডায়ালেসিস। তাঁর চিকিৎসার জন্যই বাস্কিং-এ শুভম। এভাবেই পরিবারের পাশে থাকার চেষ্টা করেন তরুণ ছাত্র। একটি পোস্টারে শ্রোতাদের উদ্দ্যেশ্যে জানিয়েছেন তাঁর গান গাওয়ার কারণ।
এভাবেই কোনও এক শ্রোতা মোবাইল বন্দী করে শুভমের গান। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভিডিয়ো। বাস্কিং-এর সূত্রেই অনেকের সঙ্গে যোগাযোগ হয়েছে তাঁর। পেয়েছেন শোয়ের আমন্ত্রণ। প্রিয়জনের জন্য তাঁর এই একক লড়াইকে কুর্নিশ জানাচ্ছেন মানুষ।