আগামী বছর রোবোটিক সার্জারি চালু করছে রাজ্যের অন্যতম খ্যাতনামা হাসপাতাল এসএসকেএম। প্রচলিত চিকিৎসা ব্যবস্থার থেকে এগিয়ে থাকা এই পদক্ষেপ নিঃসন্দেহে কয়েক ধাপ এগিয়ে দিল এই হাসপাতালকে, এমনটাই মনে করা হচ্ছে। এতে চিকিৎসা প্রসারে জরুরি রদবদল ঘটবে বলেও মনে করা হচ্ছে। টাটা মেডিক্যাল সেন্টার আর অ্যাপোলো হাসপাতালেই আপাতত মিলবে এই পরিষেবা।
সার্জারির অধ্যাপক দীপেন্দ্র সরকার বললেন, “প্রোস্টেট অপরেশন, প্রোস্টেট ক্যান্সার, রেক্টাল ক্যান্সার প্রমুখতে বিশেষ ভূমিকা নেবে এই প্রযুক্তি। মানুষের মস্তিষ্কের সাথে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের এক রকম বিবাহ ঘটল এই প্রযুক্তিতে।”
চিকিৎসকরা জানান, এটি এক প্রকার ফোর্থ জেনারেশন যন্ত্র। আগামী চার সপ্তাহের মধ্যেই আমরা চেষ্টা করছি এই যন্ত্র যাতে ব্যবহার উপযোগী হয়ে উঠতে পারে। পাশাপশি, চিকিৎসক ছাত্রদেরও যাতে কাজে লাগে এই যন্ত্র, সেটাও দেখা হচ্ছে।
‘দা ভিঞ্চি’ নামের এই যন্ত্রের তিনটি ভাগ। প্রথম ভাগ থেকে যন্ত্রটিকে চালনা করা হয়, দ্বিতীয় ভাগে রয়েছে তিনটি “রোবোটিক আর্ম” ও তৃতীয় ভাগে রয়েছে সেন্ট্রাল প্রসেসিং সিস্টেম। অনেকটা ভিডিও গেম খেলার মতোই চলবে এই যন্ত্র। সার্জেনের আঙুল থাকবে স্ক্রিনে এবং সেখান থেকেই গোটা ব্যবস্থা পরিচালনা করবেন তিনি। রোগীর দেহের থ্রি-ডি ছবিও মিলবে এই ব্যবস্থায়।অগুমেন্টেড রিয়েলিটি-র সাহায্যেই এই প্রযুক্তি সম্ভব হয়েছে, তাই প্রযুক্তিকে বিশেষ ভাবে সাধুবাদ জানালেন চিকিৎসকেরা।