নায়ক চরিত্রে সিনেমার পর্দায় সাড়া ফেলেন আজও। দেশ-বিদেশে অসংখ্য ভক্তসংখ্যা তাঁর। কিন্তু খলনায়ক চরিত্রে কেমন সবার প্রিয় কিং খান?
হাইলাইটসঃ
১। খলনায়কের চরিত্রে শাহরুখ খান
২। দক্ষিণী পরিচালক সুকুমারের আগামী ছবিতে আবারও খলনায়ক তিনি
৩। সিনেমায় নায়ক চরিত্রে রয়েছেন আল্লু অর্জুন
উত্তরটা তিনিই দিয়েছেন। অভিনয় জীবনের শুরুর দিকে খলনায়ক চরিত্রে শাহরুখ খান জনপ্রিয় হয়ে উঠেছিলেন। ‘বাজিগর,’ ‘ডর,’ ‘ডন,’ সহ নানা সিনেমায় তিনি নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন। সেই চরিত্রগুলি আজও দর্শকদের পছন্দের। এরপর অবশ্য রোম্যান্টিক নায়ক হিসেবে তাঁকে পেয়েছে সিনেমাপ্রেমী দর্শকরা। কিন্তু আবারও সেই স্বাদ বদল হতে চলেছে। দক্ষিণী পরিচালক সুকুমারের আগামী ছবিতে আবারও খলনায়কের চরিত্রে দেখা যাবে তাঁকে।
কিং খান এর আগেও একাধিকবার দক্ষিণী পরিচালকের ছবিতে অভিনয় করেছেন। তালিকায় রয়েছে মণিরত্নমের ‘দিল সে’, অ্যাটলির ‘জওয়ান’। এবার পরিচালক সুকুমারের আগামী ছবিতে দেখা যাবে তাঁকে। এই সিনেমায় নায়ক চরিত্রে অভিনয় করছেন ‘পুষ্পা’ সিনেমাখ্যাত অল্লু অর্জুন।
সূত্রের খবর, এই সিনেমায় শাহরুখ খান -কে দেখা যাবে এক গ্রাম্য চরিত্রে। ছবির কেন্দ্রে রয়েছে গ্রামের রাজনৈতিক প্রেক্ষাপট। কিং খান ও অল্লু অর্জুন’কে এক ফ্রেমে দেখার জন্য উৎসাহী তাদের ভক্তমহল।