গত ১৬ মার্চ(শনিবার) জীবনের ৭১ বছরে পা রেখেছেন বাংলার কিংবদন্তি কণ্ঠশিল্পী, গীতিকার ও সঙ্গীত পরিচালক কবীর সুমন। আর তাঁর জন্মদিনের শুভক্ষণে তাঁকে বিশেষ উপহার দিয়েছেন টলিউডের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। কী সেই বিশেষ উপহার?
কবীর সুমনকে দেওয়া সৃজিতের সেই বিশেষ উপহার হলো- সৃজিত তাঁর পরবর্তী ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব ফের তুলে দিচ্ছেন তাঁর হাতে। জানা যাচ্ছে, নটী বিনোদিনী এবং শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিয়ে জোড়া বায়োপিক তৈরি করতে চলেছেন সৃজিত। ছবির নাম রাখা হয়েছে ‘লহ গৌরাঙ্গের নাম রে’। আর এ ছবিরই সুরারোপের দায়িত্ব পেয়েছেন কবীর সুমন।সৃজিতের প্রস্তাবে রাজিও হয়েছেন তিনি।
এ প্রসঙ্গে সৃজিত বলেছেন, ‘নটী বিনোদিনী এবং শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিয়ে যে বায়োপিক করছি, তাতে সুমনদা কাজ করতে রাজি হয়েছেন।’
অন্যদিকে, কবীর সুমন বলেন, ‘এই ছবি নিয়ে এখনই কিছু বললে, তা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তবে, সৃজিত যখন এই ছবির কথা আমায় বলেছিল, বেশ লেগেছিল আমার। ছবিতে হাত দেওয়ার আগে ও বরাবরই হোমওয়ার্কটা বেশ মন দিয়ে করে। জাতিস্মরে কাজ করার সময়ও দেখেছি আমি। আর ওর ছবিগুলোই এর প্রমাণ। ওর ভাবনাটাও প্রতিফলিত হয় পর্দায়।’
তিনি বলেন, ‘যেহেতু নটী বিনোদিনী এবং শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিয়ে ছবি, তাই যেমন এতে কীর্তন এবং শ্যামাসংগীত ব্যবহৃত হবে, তেমনই স্টোরিলাইনের কোথাও কোথাও জুড়ে দেওয়া হবে, নাটকের গানও। এ ধরনের ছবিতে সংগীতের দায়িত্বে থাকা বা কাজ করা খুব একটা সহজ নয়। আশা করি, আমি যথাযথ দরদ এবং ভাব ফুটিয়ে তুলতে পারব সংগীতের মধ্য দিয়ে। তবে হ্যাঁ, সৃজিত আর আমি যে জুটি হিসেবে সফল, তা জাতিস্মরই প্রমাণ করে দিয়েছে।’
প্রসঙ্গত, এর আগে ২০১৪ সালে কবীর সুমন ও সৃজিত একসঙ্গে জুটি বেঁধেছিলেন 'জাতিস্মর'এ। এ ছবিতেই সঙ্গীত পরিচালনা করে কবীর সুমন জাতীয় পুরস্কার পান। ২০২০ সালের প্রথমার্ধেই ছবির শুটিং শুরু হবে। তবে, ছবিতে কারা অভিনয় করেছন তা এখনও প্রকাশ্যে আনেননি পরিচালক।