টলিপাড়ার অন্যতম জনপ্রিয় এবং ব্যস্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তাঁর ছবি মানেই কিছু না কিছু চমক থাকবেই। সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘অতি উত্তম’। এটি স্বপ্নের ছবি ছিল সৃজিতের কাছে। ক্যামেলিয়া প্রযোজনা সংস্থার এই ছবি বহু দর্শকের মন কেড়েছে। জাতীয় পুরস্কারজয়ী পরিচালকের হাত ধরে ৪৪ বছর পর বড়পর্দায় ফিরলেন মহানায়ক উত্তমকুমার। এই ছবির সাফল্যে উদযাপন এবং বর্ষবরণের আয়োজন করা হয়েছিল কলকাতার প্রথম সারির হোটেলে। এবার সেখানেই প্রকাশ্যে পরিচালকের পরবর্তী কাজ।
সৃজিতের আরও এক স্বপ্নের চরিত্র বীণা দাস। তাঁকে ঘিরেই তৈরি হবে ছবির গল্প। লকডাউনের আগে থেকে অগ্নিযুগের বিপ্লবীকন্যা বীণাকে নিয়ে পড়াশোনা শুরু করেছিলেন তিনি। অবশেষে ‘তাঁকে’ দর্শকদের সামনে আনতে চলেছেন পরিচালক। এই ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করবেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। ছবির প্রযোজনার দায়িত্বে আরও একবার রয়েছেন নীলরতন দত্ত।
সৃজিত যখন ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ নিয়ে ব্যস্ত ছিল। তখন তিনি ব্যস্ত ছিলেন স্বাধীনতা সংগ্রামী বীণা দাসের জীবন নিয়েও। সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই বিপ্লবীকন্যার বহু কথা সক্ল অনুরাগীদের সাথে ভাগ করে নিতেন তিনি। এরপর ২০২৩ সাল অর্থা গতবছর, শোনা গিয়েছিল অগ্নিকন্যা বীণার চরিত্রে অভিনয় করবেন দিতিপ্রিয়া রায়। সিদ্ধান্ত চূড়ান্ত না হলেও, কথা অনুযায়ী প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছিলেন দিতিপ্রিয়া। তবে, শেষ পর্যন্ত চূড়ান্ত হল বীণা দাসের ভূমিকায় থাকবেন স্বস্তিকা।
গত শনিবার, ওই অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট। সেখানেই জানা যায় নায়িকা বদলের কথা। সাদা-কালো ঢাকাই শাড়ি, জুঁইয়ের মালায় সেজে উঠবে স্বস্তিকা। তবে, এই বিষয়ে পরিচালক বা নায়িকা কেউই এখনও মুখ খোলেননি।
প্রসঙ্গত, বাংলা বিনোদন জগতের ফার্স্ট বয় সৃজিত মুখোপাধ্যায় হলিউডের বিখ্যাত ছবি ‘১২ অ্যাংরি মেন’-এর বাংলা রিমেক আনতে চলেছে। প্রযোজনার দায়িত্বে থাকবেন এসভিএফ। ৯টি আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত এই ছবির বাংলা রিমেকে দেখা মিলবে কৌশিক গঙ্গোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্য, অনির্বাণ চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, সৌরসেনী মৈত্র, ঋদ্ধি সেন, কাঞ্চন মল্লিক, সত্যম ভট্টাচার্য, সুহোত্র মুখোপাধ্যায়, কৌশিক সেন ও বহু বিশিষ্ট্য ব্যক্তিদের।