প্রেমের 'গ্যাস বেলুন', 'ভিঞ্চি দা'র নতুন গান

প্রেমে পড়লে হাতে হাত রেখে কলকাতা চষে বেড়ানো, ফুচকা-আইসক্রিম-লেক-সিনেমা-ছোট উপহারে পৃথিবী পেয়ে যাওয়া, এ সবই আমাদের অত্যন্ত চেনা। এই চেনা-জানা অতি সাধারণ প্রেমের দৃশ্য আর অনুপম রায়ের অসাধারণ কথায়-গানে সম্প্রতি প্রকাশ্যে এসেছে সৃজিত মুখার্জি পরিচালিত 'ভিঞ্চি দা'নতুন গান 'গ্যাস বেলুন'। শুধু তাই নয়, জুটি হিসেবে গানের দৃশ্যায়নে প্রে্মের রসায়ন ভরপুর জমিয়ে দিয়েছেন রুদ্রনীল-সোহিনী

 

'গ্যাস বেলুন' কবেকার গান জানেন? এ প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় অনুপম নিজেই জানিয়েছেন, "২০০৮-এর বেঙ্গালুরু শহরের এক বসন্তে লেখা এই গান। এটি তখন আমার তৈরী করা ৯৩ তম গান। ৯২ তম গান আপনারা আগে শুনেছেন, "ফিরিয়ে দেওয়ার গান"। ৯৫তম গান হলো "ফাঁকা ফ্রেম", ২০০৮-এর এপ্রিলে লেখা (ইছে করেই ৯৪তম টা লিখলাম না, ওটা এখনো মুক্তি পায় নি)। তখন-ও "আমাকে আমার মতো" গানটি লেখার এক বছর দু মাস বাকি। সেই গ্যাস বেলুন, পড়েই ছিল। সৃজিত-দার খুব প্রিয় গান, আর একটু হলে উমা-তে ঢুকে পড়ছিল। আমি লিরিক বদলাতে চাইনি ছবির জন্য, তাই অপেক্ষা করতে থাকি। এই রকম সুর বা লিরিক যে কোনদিন কোন বাংলা ছায়াছবি-তে শোনা যাবে, গান তৈরির সময় ভাবতেই পারিনি, চিন্তাই করিনি। ধন্যবাদ সৃজিত দা-কে, কিচ্ছুটি না পাল্টে "ভিঞ্চি দা" ছবি-তে অক্ষত এটি ব্যবহার করার জন্য।"

 

তবে 'গ্যাস বেলুন' লেখা-গাওয়ার পাশাপাশি, আরও একটি গুরুত্বপূর্ণ কাজ করেছেন অনুপম। এই গানে নিজেই গিটার বাজিয়েছেন তিনি। এই গানেও রয়েছেন দুজন নতুন মুখ। তাঁরা মিউজিশিয়ান। একজন দীপ্তেন্দু, ট্র্যাকটি বানিয়েছে যিনি, অন্যজন সম্রাট, যিনি হারমনিকা বাজিয়েছেন

 

প্রসঙ্গত, টলি-ইন্ডাস্ট্রিতে অন্য জঁ'রার থ্রিলার 'বাইশে শ্রাবন', 'চতুষ্কোন'-এর মতো সিনেমা দর্শকদের উপহার দিয়েছিলেন সৃজিত মুখোপাধ্যায়। থ্রিলার ঘরানায় এটি তাঁর তিন নম্বর কাজ এবং ইতিমধ্যেই ট্রেলার দেখে এ ছবি ঘিরে সৃজিত-ফ্যান- দর্শকদের মধ্যে বেড়েছে উত্তেজনার পারদ।  একজন মেকআপ আর্টিস্টের জীবনের সঙ্গে ডার্ক থ্রিলার মিশিয়েই বানানো হয়েছে 'ভিঞ্চি দা'। অভিনয়ে রয়েছেন রুদ্রনীল সেনগুপ্ত, সোহিনী সরকার, ঋত্বিক চক্রবর্তী, ঋদ্ধি সেন, ভরত কল, অনির্বাণ ভট্টাচার্য্য প্রমুখ। প্রযোজনায় রয়েছে 'শ্রীভেঙ্কটেশ ফিল্মস'। চলতি বছরের এপ্রিলেই মুক্তি পাবে 'ভিঞ্চি দা'।

 

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...