Sridevi Kapoor Chowk: প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবীর নামে নামকরণ করা হল মুম্বাইয়ের রাস্তা

১২ অক্টোবর মুম্বাইয়ের এক রাস্তার মোড়ের নামকরণ করা হল ‘শ্রীদেবী কাপুর চক।’ প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবী কাপুরকে শ্রদ্ধা জানিয়েই এই নামকরণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী বনি কাপুর ও ছোট মেয়ে খুশি কাপুর সহ শহরের নানা রাজনৈতিক নেতা ও ইন্ডাস্ট্রির অন্যান্য সদস্যরা।
 
হাইলাইটসঃ
১। মুম্বাইয়ের এক রাস্তার মোড়ের নামকরণ করা হল ‘শ্রীদেবী কাপুর চক।’
২। ১২ অক্টোবর উদ্বোধন হয়েছে এই ফলক।
৩। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনি কাপুর ও খুশি কাপুর।
 
শ্রীদেবী বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় তারকা। তিনি হিন্দি সিনেমা জগতকে একের পর এক ব্লকবাস্টার ফিল্ম উপহার দিয়েছেন। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল 'চাঁদনী', 'লমহে', 'নাগিনা', 'সদমা', 'মিস্টার ইন্ডিয়া', 'চালবাজ', 'ইংলিশ ভিংলিশ' ইত্যাদি কালজয়ী সিনেমা। হিন্দি সিনেমা ছাড়াও নানা ভাষার ছবি যেমন তামিল, তেলুগু, মলয়ালি ও কন্নড়-এ কাজ করেছেন তিনি। তাঁর অভিনীত শেষ ছবি 'মম'। এই ছবির জন্য তিনি মরণোত্তর সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার পান।
 
sridevi street naming
 
কিন্তু ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি মাত্র ৫১ বছর বয়সে দুবাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী। পারিবারিক বিয়ের অনুষ্ঠানে গিয়েই ঘটে দুর্ঘটনা। শ্রীদেবীর মৃত্যুর আকস্মিক খবরে শোকের ছায়া নামে গোটা বিনোদন দুনিয়ায়। এবার তার মৃত্যুর প্রায় ৬ বছর পরে মুম্বাইয়ের রাস্তার মোড়ের নামকরণ হল ‘শ্রীদেবী’র নামে। এই ঘটনায় খুশি তার পরিবারের সদস্যরা। এইদিনে শ্রীদেবীর ফলকের ছবি পোস্ট করেন বনি কাপুর। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...