ভারতীয় দলকে দেখে শেখা উচিত অন্যদের বললেন শ্রীলঙ্কার কোচ

ইন্দোরে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের পর নিজের উপদেশ তুলে ধরলেন শ্রীলঙ্কার কোচ মিকি আর্থার। ভারতীয় দলের থেকে প্রত্যেক দলের শেখা উচিত এমনটাই মনে হয় আর্থারের।

তিনি বলেন ভারতীয় দল যে ভাবে তরুন প্রতিভাদের তুলে আনছে তা এক কথায় অসাধারন। তরুন প্রতিভাদের কিভাবে সামলানো উচিত তাও ভারতীয় দলের থেকে অন্য দলগুলির শেখা উচিত বলে তিনি মনে করেন। ক্রিকেটবিশ্বে ভারত এখন তরুন ক্রিকেটার তুলে আনার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে রয়েছে বলে মনে হয় আর্থারের। এমনকি তরুন ক্রিকেটাররা যে তাদের প্রতিভার প্রতি সুবিচার করছে মনে হয় শ্রীলঙ্কার কোচের। ভারত দল হিসেবে দুর্দান্ত ও ভারতীয় দলের তেমন কোনও দুর্বলতা নেই বলে মনে হয় আর্থারের। এই মুহূর্তে বিশ্বে ভারত ও অস্ট্রেলিয়া ধারাবাহিকতার শীর্ষে রয়েছে বলে তার মনে হয়।

মিকি আর্থার ২০০৫ সাল থেকে দক্ষিণ আফ্রিকা দলের দায়িত্বে ছিলেন। ২০১০ সাল থেকে ২০১৩ অবধি তিনি ছিলেন অস্ট্রেলিয়ার দায়িত্বে। এরপর পাকিস্তানের দায়িত্ব নেন ২০১৬ সাল। বর্তমানে তিনি শ্রীলঙ্কার কোচ হিসেবে নিযুক্ত।

এটা শেয়ার করতে পারো

...

Loading...