তৈরী ওয়ার্নার ও মালিঙ্গা

চলতি আইপিএলের ঊনবিংশ ম্যাচে হায়দ্রাবাদের রাজীব গান্ধি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি সানরাইজার্স হায়দ্রাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্স। ৪ ম্যাচে ৩ পয়েন্ট পেয়ে রানরেটের ভিত্তিতে আপাতত শীর্ষে থাকা হায়দ্রাবাদ চাইবেই প্রথম স্থান বজায় রাখতে। তবে প্রথম সারিতে পৌঁছোনোর জন্য লড়াইটা একটু কঠিন হবে রোহিত শর্মাদের। বিগত ম্যাচে দিল্লির বিরুদ্ধে হায়দ্রাবাদ বোলিং লাইনআপ যেই পারফরম্যান্স দেখিয়েছে তাতে চিন্তায় আছে মুম্বই প্রথম সারির ব্যাটিং লাইনআপ। অকস্মাৎ ভুবনেশ্বর কুমারের ছন্দে ফিরে আসায় চিন্তার ভাঁজ পড়েছে রোহিত শর্মা ও এভিন লুইসদের। তাছাড়াও হায়দ্রাবাদের হয়ে ড্যাভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্ট যে ছন্দে আছে তাতে আজকের ম্যাচে আবারও তারা যে বড় রান করার লক্ষ্যে আছে তা বলাই যায়। প্রতিপক্ষে জসপ্রিত বুমরাহ ও লাসিথ মালিঙ্গার মত বোলাররাও প্রস্তুত সানরাইজার্সের বড় রান করার স্বপ্ন ভাঙতে। তবে পিছিয়ে নেই সানরাইজার্সরাও, সম্প্রতি দুই আফগানি স্পিনার মহম্মদ নবি ও রশিদ খান দলের হয়ে যেই পারফরম্যান্স দেখিয়েছে তাতে এরা চাইলে শুরুতেই বিপদে ফেলে দিতে পারে ইন্ডিয়ান্সদের। তাই পরিসংখ্যান অনুযায়ী আজকের ম্যাচে যে হায়দ্রাবাদ এগিয়ে তা বলাই যায়।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...