আইপিএলের ২২তম ম্যাচে মোহালি স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে কিংস ইলেভেন পাঞ্জাব ও সানরাইজার্স হায়দ্রাবাদ। আগের ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে শোচনীয় হারের পর কিছুটা হলেও মনোবলে ধাক্কা খেয়েছে ভুবনেশ্বর কুমার-রা। অন্যদিকে চেন্নাইয়ের কাছে হারার পর আজকের ম্যাচে ফিরে আসতে মরিয়া অশ্বিন ব্রিগেড। তাই লড়াইটা যে হাড্ডাহাড্ডি হবে সেটা বলাই যায়। এর আগে আইপিএলে দুই দল ১২ বার একে অপরের মুখোমুখি হয়েছে তার মধ্যে পাঞ্জাব ৩ বার আর হায়দ্রাবাদ ৯বার জয় পায়। আর মোহালিতে সানরাইজার্সের ৪ বার জয়ের পরিপ্রেক্ষিতে পাঞ্জাবের জয় মোটে একটি ম্যাচে। তাই শুধুমাত্র খাতা কলমেই নয় পরিসংখ্যানের দিক থেকেও এগিয়ে সেই হায়দ্রাবাদ-ই। ওপেনিং জুটিতে দুই পক্ষেই প্রয়োজনীয় ব্যাটসম্যান থাকলেও ক্রিস গেইলের মত ব্যাটসম্যান হায়দ্রাবাদে নেই। সম্প্রতি মিডল অর্ডার নিয়ে ভুবি-রা কিছুটা সমস্যায় থাকলেও পাঞ্জাবের মিডল অর্ডারের তুলনায় তা খুব একটা প্রভাব ফেলবে না আজকের ম্যাচে। তবে সাইরাইজার্সের শক্তি যেটা তা হল তাদের বোলিং লাইনআপ। ভুবি, নবি ও রাশিদ-রা যে ভাবে আগের ম্যাচে প্রদর্শন করে গেছে তা আজকেও অব্যাহত থাকবে বলে আশা করা যায়। তাই নিজেদের ঘরের মাঠে পাঞ্জাবের লড়াইটা যে একটু কঠিন হবে তা বলাই যায়।