ফিরোজ শাহ কোটলা, কলকাতার ইডেন গার্ডেনের পরে ভারতের দ্বিতীয় পুরাতন স্টেডিয়াম। ১৮৮৩ সালে স্থাপিত হওয়া এই স্টেডিয়ামে প্রথম টেস্ট খেলা হয় ১৯৪৮ সালে। ভারতের প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ। বহু রেকর্ডের সাক্ষী এই স্টেডিয়াম। তার মধ্যে উল্লেখযোগ্য হল ১৯৯৯-২০০০ সালে পাকিস্তানের বিরুদ্ধে এক ইনিংসে অনিল কুম্বলে ১০ উইকেট। তাছাড়াও ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি ব্যাটসম্যান শচিন তেন্দুলকারের ৩৫তম শতরানের সাক্ষীও এই স্টেডিয়াম।
চলতি আইপিএলের মরশুমের ষোড়শ ম্যাচে দিল্লির ফিরোজ শাহ কোটলায় মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদ ও দিল্লি ক্যাপিটাল্স। ফিরোজ শাহ কোটলার মত ‘ব্যাটিং ফ্রেন্ডলি’ পিচের সুবিধা নিতে যে দুই পক্ষই প্রস্তুত তা বলাই যায়। তবে ব্যাটসম্যানের পাশাপাশি কোটলার পিচ, স্পিনারদেরও সুবিধা প্রদান করবে তাই দুটি দলকেই তাঁদের স্পিন বিভাগটার দিকেও খেয়াল রাখতে হবে। তবে ব্যাটিংয়ের পাশাপাশি স্পিন বিভাগের দিক থেকেও যে সাময়িক এগিয়ে হায়দ্রাবাদ। তবে খেলা যত গড়াবে তত পিচ কতটা স্পিনারদের পক্ষে থাকবে তা সময়ের অপেক্ষা।