ঘরের মাঠে এগিয়ে প্রতিপক্ষ

দিল্লির ফিরোজ শাহ কোটলায় আজ সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি দিল্লি ক্যাপিটাল্স। আগের ম্যাচে পাঞ্জাবের কাছে হেরে লিগ তালিকায় সপ্তম স্থানে আছে শ্রেয়াস আইয়ারের দল অন্যদিকে আগের ম্যাচে ব্যাঙ্গালোরকে ১১৮ রানে হারিয়ে তৃতীয় স্থানে থাকা সানরাইজার্সের মনোবল যে তুঙ্গে থাকবে তা বলাই বাহুল্য। কিন্তু ঘরের মাঠে দিল্লিকে হারানোর কাজটা একটু কঠিন হবে হায়দ্রাবাদের। একসময় যেই হায়দ্রাবাদের বোলিং লাইনআপ বিভীষিকা ছিল অন্য দলের, বর্তমানে সেই হায়দ্রাবাদকে ম্যাচ জিততে নির্ভর করে থাকতে হচ্ছে তাদের ব্যাটিং লাইনআপের ওপর। তাই কোনও সময় যদি ড্যভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টোর নিজেদের মেলে ধরতে না পারে তাহলে হার অনিবার্য সানরাইজার্সের। আর দিল্লির বোলাররা আজ সেটাই করতে চাইবে। কারণ একবার যদি কোনওরকমে এই দুই ব্যাটসম্যানকে আটকে দেওয়া যায় তাহলে কাজটা সোজা হয়ে যাবে দিল্লির ব্যাটসম্যানদের পক্ষে। তবে ফিরোজ শাহ কোটলার মত ব্যাটিং ফ্রেন্ডলি’ পিচে কাজটা মোটেও সোজা হবে না দিল্লির। কারণ তাদের দলে রাবাদা-ই একমাত্র বোলার যিনি ছন্দে আছেন। তবে যদি কোনও স্পিনার সেই কাজটা করতে পারে তাহলে তিনি হলেন সন্দীপ লামিচানে।  অন্যদিকে সময়টা ভালো যাচ্ছে না ভুবি-র। তিন ম্যাচে ১২ ওভার বল করেও কোনও উইকেট পান নি দুইবার পার্পেল ক্যাপ জয়ী এই মিডিয়াম পেসার। সেই দিকটা চিন্তার কারণ হতে পারে হায়দ্রাবাদ শিবিরের। তাই পরিসংখ্যান অনুযায়ী আজকের ম্যাচে শুধুমাত্র বিধ্বংসি ব্যাটিংয়ের জেরে এগিয়ে আছে সানরাইজার্স হায়দ্রাবাদ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...