কোটলায় আশাহত দিল্লি

ঘরের মাঠে নিজেদের বাঁচাতে পারল না দিল্লি ক্যাপিটাল্স। চলতি আইপিএলের ষোড়শ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে ৫ উইকেটে হারল তারা। চলতি আইপিএলে বার বার বিতর্কের মুখে পড়তে হয়েছিল সানরাইজার্স বোলিং-কে। তার কারণ আইপিএলের ‘বোলিং ফেভারিট’ দল আইপিএলে যে কটা ম্যাচ জিতেছে তা সম্পূর্ণরুপে শুধুমাত্র ব্যটিংয়ের জন্য। বোলিং বিভাগের কার্যত কোনও অবদানই ছিল না দলের জয়ের পশ্চাতে। তবে বৃহস্পতিবারের ম্যাচটি ছিল ব্যাতিক্রম। ফিরোজ শাহ কোটলার মত ব্যটিং পিচে চমক দেখাল হায়দ্রাবাদের বোলিং। ১২৯ রানে দিল্লি কে আটকে দিয়ে তারা আবার প্রমাণ করে দিল যে তাদের বোলিং কেন বিখ্যাত। দলের হয়ে অধিনায়ক ভুবনেশ্বর কুমার, মহম্মদ নবি ও সিদ্ধার্থ কওল ২টি করে উইকেট পান। একটি করে উইকেট পেয়েছেন রশিদ খান ও সন্দীপ শর্মা।  কম রান টার্গেট থাকার দরুণ হায়দ্রাবাদ যে সহজ জয় পেয়েছে তা বলা যাবে না। তার কারণ ১২৯ রান করতেই কমলা বাহিনীর খরচ হয় ৫টি উইকেট ও লাগে ১৮টি ওভার। সানরাইজার্সের হয়ে রান পান জনি বেয়ারস্টো (৪৮ রান)। এই ম্যাচে জয় পাওয়ার সাথে সাথে লিগ টেবিলের শীর্ষস্থানে রয়েছে সানরাইজার্স আর দিল্লি আছে পঞ্চম স্থানে।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...