প্রতিহত চেন্নাই

চোটের কারণে মাঠের বাইরে ছিলেন মাহি। আর তাই হয়ত ভুগতে হল চেন্নাইকে। সানরাইজার্সের বিরুদ্ধে হেরে অবশেষে জয়ের ধারা ভঙ্গ হল সুপার কিংসদের। এদিন সুরেশ রায়নার অধিনায়কত্বে মাঠে নামে তারা। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রায়নাশেন ওয়াটসনফ্যাফ ডুপ্লেসি শুরুটা ভালোই দিয়েছিল চেন্নাইকে কিন্তু এই দুজন প্যভিলিয়নে ফিরে গেলে, পরবর্তী যে ব্যাটসম্যানরা আসে তারা খেলাটা সেই ভাবে এগিয়ে নিয়ে যেতে দেয় নি হায়দ্রাবাদের বোলাদের। স্পিন আর পেসের মেলবন্ধন বিপর্যস্ত করে তোলে রায়না বাহিনীর। অবশেষে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩২ রান করেই শেষ হয় চেন্নাইয়ের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে জ্বলে ওঠে ড্যাভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্ট জুটি। প্রথম জনের ২৫ বলে ৫০ রান আর দ্বিতীয় জনের ৪৪ বলে ৬১ রানের ওপর ভর করে সহজেই জয়ের পথে এগিয়ে যায় কমলা বাহিনী। ওয়ার্নার ডাগ-আউটে ফিরে গেলেও বেয়ারস্টো মাটি আঁকড়ে পড়ে ছিল। শেষ অবধি একা হাতে ম্যাচে জয় এনে দেয় হায়দ্রাবাদকে। ম্যাচ জিতলেও মিডল অর্ডার সমস্যা কিন্তু এখনও কাটিয়ে উঠতে পারে নি তারা। কেন উইলিয়ামসনের ছন্দে না থাকায় পরবর্তী ম্যাচে সমস্যায় পড়তে হতে পারে তাদের। তাদের পরবর্তী ম্যাচ কলকাতার বিরুদ্ধে তাই চেন্নাইয়ের বিরুদ্ধে ভুল ত্রুটিগুলি সামলে নিতে চাইবে দল।

এটা শেয়ার করতে পারো

...

Loading...