হায়দ্রাবাদের পাঞ্জাব জয়

পাঞ্জাবের জয়ের অশ্বমেধকে রুখলো হায়দ্রাবাদ। বৃহস্পতিবার তাঁদের ১৩ রানে হারাল সানরাইজার্স। এই ম্যাচে পাঞ্জাবকে পরাজিত করে ১০ পয়েন্ট পেয়ে আপাতত দ্বিতীয় স্থানে তারা। সানরাইজার্সের মারকাটার্ বোলিং লাইনআপের কাছে ধরাসায়ী হল কেএল রাহুল ও ক্রীস গেইল। ১৩২ রান তাড়া করতে গিয়ে ১১৯ রানেই শেষ হয়ে যায় পাঞ্জাবের ইনিংস। এই ম্যাচ থেকে আরো একবার প্রমানিত হল যে কিংস ইলেভেন, গেইল আর রাহুলের ব্যাটিংয়ের ওপর কতটা নির্ভরশীল। টস জিতে প্রথমে ফিলডিং করার সিদ্ধান্ত নেয় অশ্বিন। খেলার শুরু থেকেই ব্যাটিং বিপর্যের মুখে পডে় হায়দ্রাবাদ।প্রথমেই শিখর ধওয়ান ও কেন উইলিয়ৈমসনের উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় হায়দ্রাবাদ ব্রিগেড।পরে মনিশ পান্ডে, শাকিব-আল-হাসান ও ইউসুফ পাঠানের ইনিংসের জেরে কিংস ইলেভেন কে ১৩২ রানের টার্গেট দেয় সানরাইজার্স। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে পাঞ্জাব কিন্তু ১০ ওভারের মধ্যে রাহুল ও গেইলের উইকেট ফেলে কার্যত ম্যাচ নিজের করে নেয় তারা।তারপর পাঞ্জাবের আর কেউ তেমন ভাবে ক্রিজে টিকে থাকতে পারে নি। ১৯.২ ওভারে ১১৯ রান করেই গুটিয়ে যায় কিংস ইলেভেনের ইনিংস।

এটা শেয়ার করতে পারো

...

Loading...