'উড়ান'-এ শ্রাবন্তী চট্টোপাধ্যায়

এবার উড়ানের গল্প বলবেন পরিচালক ত্রিদীব রমণ। তাঁর আসন্ন ছবির নাম 'উড়ান'। এক ২৬ বছর বয়সি মেয়ের জীবনের নানা বাঁকই এই ছবির উপজীব্য। পৌলমী ভাল গান গায়। সে গানটিকে নিজের কেরিয়ার বানাতে চায়। কিন্তু পথে আছে অনেক বাধা বিপত্তি। আর পাঁচজন মেয়ের থেকে সে অনেকটাই আলাদা। কেন আলাদা তা ছবিটি দেখলে বোঝা যাবে। তবে, গল্প অনুযায়ী হঠাৎই একদিন শহরের বাইরে এক মিউজিক্যাল ইন্সট্রুমেন্টের স্টোরে সেলসের চাকরি পায় পৌলমী। চাকরিটা নেয় সে। সেখানেই তার সঙ্গে আলাপ হয় রমিতের এবং এক বহুরূপীর। বহুরূপীর নাম আফ্রিদা। এরপর তাদের সঙ্গে নানা মুহূর্ত কাটে তার। বাড়ি থেকে একদিন চিঠি আসে, আরও বেশি অঙ্কের টাকা পাঠাতে হবে। সংসারের প্রতি সদা যত্নশীল পৌলমী উপায়ান্তর না দেখে একটি ফোর স্টার হোটেলে গাইয়ের চাকরি নেয়। ঘটনাচক্রে রমিত সেই হোটেলের মালিক। এরপর কী হয় তা বলাই বাহুল্য। তবে, কদিন পরেই চাকরিতে বদলি হয় পৌলমীর। সেখানে পৌলমীর জন্য কী অপেক্ষা করে আছে তা জানা নেই আমাদের কারোরই। এমনকী পৌলমীরও নয়। জানতে হলে ছবির মুক্তি পর্যন্ত অপেক্ষা তো করতেই হবে।

চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। সম্পাদনায় অর্ঘকমল মিত্র। সঙ্গীত পরিচালনায় জয় সরকার। গান লিখেছেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। পৌলমীর চরিত্রে শ্রাবন্তী চট্টোপাধ্যায়, রমিতের চরিত্রে সাহেব ভট্টাচার্য, বহুরূপীর চরিত্রে সুব্রত দত্ত। রয়েছেন আরও অনেকে। গল্প ও পরিচালনায় ত্রিদীব রমণ।

এন টি ওয়ান লিমিটেডের প্রযোজনায় আসছে এই ছবি। ছবির মুক্তির দিন জানা যায়নি এখনও পর্যন্ত। 

 

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...