শীত এবার যাই যাই করছে| এসেই গেল সরস্বতী পুজো| বাসন্তী পুজো মানেই তো বসন্ত কাল| তাই দক্ষিণ কলকাতার হাজরা ল’কলেজের একদম বিপরীতে ইয়াকুব পার্কে যেন বসন্ত এসে গেছে| ২-৩ফেব্রুযরি এখানে অনুষ্ঠিত হয়ে গেল ‘বিদেশী পাখির প্রদর্শনী’| দু’দিন ব্যাপী এই অনুষ্ঠানের ছিল এবারে দ্বিতীয় বর্ষ| দেশ-বিদেশ থেকে আসা প্রায় ৬০-৭০ প্রজাতির পাখি ও নানান ধরনের মাছ ছিল এই প্রদর্শনীতে| ৮৬ নং ব্লক তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির পাখি যেমন নানান ধরনের পায়রা, চন্দনা, কাকাতুয়া ইত্যাদি পাখি এবং নানান আকারের ও বিভিন্ন রঙের মাছের দেখা পাওয়া গেল একোয়ারিয়ামের মধ্যে| সংগে ছিল কিছু বিরল প্রজাতির পাখি এবং একদম ক্ষুদ্র আকারের শুয়োর| ছোট থেকে বড় বিভিন্ন আকারের পাখির কিচির মিচিরে মুখরিত হয়ে উঠেছিল এদিন ইয়াকুব পার্ক ও তার আশপাশ| অনুষ্ঠানের মূল কর্ণধার ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের আইন ও স্বাস্থ্য মন্ত্রী মাননীয়া চন্দ্রিমা ভট্টাচার্য্য মহাশয়া| পাখির কলরবে সেখানে নেমেছিল সাধারণ মানুষের ঢল| ছোট থেকে বড় প্রায় সব বয়সের মানুষই উপস্থিত হয়েছিলেন এই প্রদর্শনীতে| শহরের উঁচু উঁচু কংক্রিটের ভিড়ে যেখানে পাখির শব্দ শোনার কোনো উপায়ই নেই সেখানে সাধারণ মানুষ একসাথে এতরকমের পাখি দেখে সত্যই উল্লসিত হয়ে উঠেছিলেন|