জুতোর নিয়ন্ত্রণে স্মার্টফোন

স্মার্ট জুতোর, স্মার্ট ফিচার। এবারে জুতোর নিয়ন্ত্রণ থাকবে মুঠোয় ভরা স্মার্ট ফোনে। আন্তর্জাতিক স্পোর্টস জুতো প্রস্তুতকারী সংস্থা নিয়ে এলো এমন স্মার্ট ফিচারসহ জুতো। তাদের স্পোর্টস শু-এর একটি বিশেষ সমাহারে থাকবে এই সেলফ লেসিং ফিচারের জুতো।

এই জুতোর বিশেষ কিছু সুবিধার ভিতর অন্যতম হল, জুতোর লেস নিজে থেকেই এডজাস্ট হয়ে যাবে পায়ের গতিপথ এবং এক্টিভিটির সাথে। জুতোর ফিতে নিজে থেকেই নিয়ন্ত্রিত হয়ে বসে যাবে পায়ের মাপে। খেলার সময় হোক বা শুধুই হাঁটাচলা, অবস্থান বুঝে নিজেকে নিয়ন্ত্রণ করে নিতে পারবে জুতোর ফিতে। এই স্মার্ট জুতোর নাম হল 'সেলফ লেসিং'  অর্থাৎ নিজেই জুতোর লেস বাঁধতে সক্ষম। 'পাওয়ার লেসেস'- নাম পরিচিত হচ্ছে প্রযুক্তিগত ভাষায়। জুতোর ফিতে আলগা করার ব্যবস্থা থাকবে মুঠো ফোনেই। মুঠোফোনের কমেন্ডে জুতোর লেস শক্ত করে বাঁধতে বা আলগা করতে পারবেন ব্যবহারকারী।

জুতো প্রস্তুতকারী সংস্থাটির দাবি বাস্কেট বল খেলোয়াড়দের জন্যই ডিজাইন করা হয়েছে জুতোটি। হাঁটাহাঁটি, খেলাধুলোর সময় কিভাবে জুতো ফিট থাকবে খেলোয়াড়দের পায়ে সেভাবেই আগে থেকে প্রোগ্রামিং করা হয়েছে সফটওয়্যারের। পাওয়ার লেসেস-এর বিশেষ সুবিধা নেবার জন্য চার্জ করার ব্যবস্থা রয়েছে। একেকটি জোড়ায় যুক্ত থাকবে চার্জিং ম্যাট। বিনামূল্যে জুতোর সাথেই পাওয়া যাবে এই রিচার্জিং ম্যাট। বাস্কেট বল ছাড়াও অন্য খেলার শু নিয়ে এই প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা রয়েছে বলে জানায় প্রস্তুতকারী সংস্থাটি। জানা যায়, হলিউড ছবি 'ব্যাক টু দ্য ফিউচার -পার্ট টু '-এর সেলফ লেসিং শু পরিহিত একটি চরিত্র থেকে অনুপ্রাণিত হয়ে, প্রথম এই রেঞ্জের জুতো বাজারে এনেছিল এই আন্তর্জাতিক স্পোর্টস'শু প্রস্তুতকারী সংস্থাটি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...