মঙ্গলবার জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কম্পেক্সে, আইএসএলের তৃতীয় ম্যাচে জামশেদপুর এফসি ২-১ গোলে হারাল ওড়িশা এফসি-কে। খেলার শুরু থেকেই এক অনন্য ছন্দে ছিল জামশেদপুর। একের পর এক আক্রমণ করে ব্যতিব্যস্ত করে তুলছিল ওড়িশার ডিফেন্স কে। ফলাফল প্রথমার্ধের ১৬ মিনিটের জামশেদপুরের আক্রমণ আটকাতে গিয়ে, আত্মঘাতী গোল করে বসে ওড়িশার ডিফেন্ডার রানা ঘরমি। এক গোলে এগিয়ে যায় জামশেদপুর। প্রথমার্ধের ৩৫ মিনিটের মাথায় জামশেদপুরের হয়ে লাল কার্ড দেখে তাদের অন্যতম তারকা বিকাশ জায়রু। ১০জন মিলে খেললেও আত্মবিশ্বাসে বিন্দুমাত্র ঘাটতি পড়েনি জামশেদপুরের খেলোয়াড়দের। তবে ৪০ মিনিটের মাথায় আদ্রিয়ান সান্তানার গোলে ওড়িশা সমতা ফেরাতে সক্ষম হন। দ্বিতীয়ার্ধে, যাকে এক কথায় বলা যায় মাঝমাঠ জুড়ে একচেটিয়া রাজত্ব শুরু করে জামশেদপুর। তাদের মনোবলের কাছে বার বার প্রতিহত হতে হয় ওড়িশা কে। তবে ওড়িশাও কম চেষ্টা করে নি এগিয়ে যাওয়ার, প্রচুর আক্রমন হানলেও তৈরী ছিল জামশেদপুরের ডিফেন্ডাররা। একবিন্দু জায়গা দেয় নি ওড়িশা কে এগিয়ে যাওয়ার জন্য। তবে দুর্ভাগ্যবশত ৮৫ মিনিটের মাথায় সার্জিও ক্যাস্টেলের গোল হজম করতে হয় ওড়িশাকে। নির্ধারিত খেলার পাঁচ মিনিট হাতে থাকতে মরণ কামড়টি দেওয়ার জন্য তৈরী ছিল ওড়িশা, কিন্তু এক গোলে এগিয়ে থাকার ফলে রক্ষণশীল খেলা শুরু করে জামশেদপুর এফসি। ফলাফল ২-১ এগিয়ে থেকেই শেষ হয় সেদিনের ম্যাচ। পরবর্তী ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে মুখোমুখি হবে ওড়িশা, অন্যদিকে হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলতে নামবে জামশেদপুর।