প্রকাশ পেল স্পাইডারম্যানের রাস্তা পরিষ্কারের ছবি

সিনেমায় দেখা নীল ও লালের মিশ্রণযুক্ত স্পাইডারম্যানের পোশাকটির কথা নিশ্চয়ই সকলের মনে আছে? ধরুন, হঠাৎ সকালে ঘুম থেকে উঠে দেখলেন এইরকম পোশাক পরিহিত এক ব্যক্তি রাস্তা পরিষ্কারের কাজ করছে| কিরকম অনুভূতি হবে তখন তা আর বলে বোঝানোর অপেক্ষা রাখে না| কিন্তু এটি শুধুমাত্র কোনো কল্পনা নয়| সম্প্রতি, ইন্দোনেশিয়ায় দেখতে পাওয়া গেছে এই দৃশ্য| জানা গেছে, ইন্দোনেশিয়ার একটি ক্যাফের কর্মী রুডি হার্তনো নামক এক ব্যক্তি সম্প্রতি স্পাইডারম্যানের পোশাক পরে রাস্তা পরিষ্কারের কাজ করছে| কিন্তু কেন?

এই ব্যক্তি জানিয়েছেন, তিনি দীর্ঘকাল ধরে তার এলাকার বাসিন্দাদের বোঝাতে চেয়েছেন এলাকা পরিষ্কার রাখার প্রয়োজনীয়তার কথা| তিনি সকলকে তার সাথে রাস্তা পরিষ্কারের কাজে হাত লাগানোর জন্য আহ্বান করেন| তখন তিনি সাধারণ পোশাক পরেই এই কাজ করতেন| কিন্তু তিনি খেয়াল করেন সাধারণ পোশাক পরলে মানুষজন বিশেষ আকৃষ্ট হচ্ছেন না| তখনই তিনি স্পাইডারম্যানের পোশাক পরার কথা চিন্তা করেন| যেমন ভাবা, তেমন কাজ| স্পাইডারম্যানকে রাস্তা পরিষ্কার করতে দেখে অনেকেই এগিয়ে আসেন তার কাজে সাহায্য করতে| তিনি জানান, শুধুমাত্র পোশাকের পরিবর্তন যে মানুষের মনে এইভাবে দাগ কাটবে তা স্বপ্নেও ভাবেননি তিনি|

ইন্দোনেশিয়া এই মুহূর্তে বিশ্বের চতুর্থ জনবহুল দেশ হিসেবে নিজের জায়গা পাকা করেছে| জানা গেছে, প্রতিবছর প্রায় ৩.২ মিলিয়ন টন বর্জ্য পদার্থ উৎপন্ন হয় শুধুমাত্র এই দেশেই| ২০১৫ সালের সায়েন্স জার্নালে প্রকাশিত একটি খবর থেকে জানা যায়, ইন্দোনেশিয়ায় উৎপন্ন হওয়া বর্জ্যের বেশিরভাগটিই যায় সমুদ্রগর্ভে|জানা গেছে, স্পাইডারম্যানের পোশাক পরিহিত এই ব্যক্তি রাস্তা পরিষ্কারের কাজ শুরু করেন তার ক্যাফে খোলার আগে পর্যন্তই| তারপর ক্যাফের কাজেই মনোনিবেশ করেন এই ব্যক্তি|    

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...