হাতে স্নাইপার রাইফেল, কারো হাতে আবার অ্যাসল্ট রাইফেল এক্স ক্যালিবার| প্রত্যেকই অত্যাধুনিক অস্ত্র চালাতে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত | একেবারে হলিউড অ্যাকশন ছবির মহিলা চরিত্রগুলোর মত সমস্তরকম কমব্যাট ট্রেনিং-এ অভ্যস্ত এই বাহিনী | সিনেমার পর্দা নয়,বাস্তবের মাটিতেই এই বীরাঙ্গনাদের দেখা মিলবে এবার খোদ কলকাতায় | পার্ক স্ট্রিট, ভিক্টোরিয়া মেমোরিয়াল, কালিঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি মত শহরের গুরত্বপূর্ণ জায়গার দেখা মিলবে ‘ওয়ারিয়র্স’দের| পরনে ধুসর রঙের কমব্যাট ইউনিফর্ম, তার ওপর চেস্টগার্ড| বডি ল্যান্গুয়েজ থেকে নজর, একঝলক দেখলেই বোঝা যাবে কলকাতা পুলিশের অন্যান্য বাহিনীর থেকে স্ব্ম্পূর্ণ স্বতন্ত্র এই বিশেষ মহিলা বাহিনী | অন্যদিকে, উত্সবের আবহে অবাঞ্চিত ঘটনা এড়াতে ও মহিলা সুরক্ষাকে গুরুত্ব দিতে বিধাননগর ও নিউ টাউন এলাকায় শুধুমাত্র মহিলা পুলিশদের একটি দল নজরদারি চালাবে| এরসঙ্গে একটি হেল্পলাইন থাকছে |7044222333 ৭০৪৪২২২৩৩৩ এই নম্বরটি হেল্পলাইন হিসবে কাজ করবে | বিপদে পড়লে ফোন করে মেসেজ বা ভিডিও পাঠিয়ে লোকেশন জানিয়ে সাহায্য দ্রুত এই বাহিনী গিয়ে হাজির | বড়দিন ও নিউ ইয়ার এর সিটি সেন্টার- ১ ও ২ ,নলবন, ইকো পার্ক, নিক্কো পার্ক সেক্টর ৫ এ প্রচুর লোকসমাগম হবে| অপ্রীতিকর ঘটনা এড়াতে 25 ডিসেম্বর রাত থেকেই সেক্টর ৫ সহ সল্টলেক নিউ টাউনের রাস্তায় রাস্তায় টহল দিতে নামছে এই বিশেষ বাহিনী বলে জানিয়েছেন, বিধাননগর কমিশনারেটের ডেপুটি কমিশনার কুনাল আগরওয়াল |
শহরের বিভিন্ন পয়েন্টে কুইক রেসপন্স টিম হিসেবে এখন পাশে পাওয়া যাবে কলকাতা পুলিশের এই বিশেষ মহিলা বাহিনীকে| এক বছর আগে বিশেষ ভাবে প্রশিক্ষিত মহিলা পুলিশের টহলদারী টিম উইনার্স পথে নামলেও দিল্লি পুলিশের মত কমব্যাট অপারেশনের প্রশিক্ষনপ্রাপ্ত এই ধরনের টিম এরাজ্যে প্রথম বলে কলকাতা পুলিশ সুত্রে খবর | শহরে মহিলাদের সুরক্ষা আরও জোরদার করতে ও ইভটিসিং, শ্লীলতাহানি রুখতে একের পর বাহিনী তৈরি করেছে কলকাতা পুলিশ| ওয়ারিরর্স ও সেই উদ্দেশ্যে পথে নামল মঙ্গলবার |
লালাবাজার সুত্রে খবর, রাজ্য মহিলা পুলিশের ২০০ জনের মধ্যে থেকে ৩০ জনকে কঠোর প্রশিক্ষণের মাধ্যমে এই স্কোয়াড তৈরী করা হয়েছে | দুমাস ধরে পুলিশ ট্রেনিং স্কুলে স্পেশালিস্ট কম্যান্ডো অফিসারদের তত্বাবধানে ২০-২১ বছর বয়সী এই কনস্টেবলদের | কম্যান্ডো ট্রেনিং এর প্রাথমিক পাঠ শেষ হলে শুরু হয় আরো শক্ত প্রশিক্ষণ,এন্ডোরান্স ট্রেনিং | তাতে আধুনিক আগ্নেয়াস্ত্র চালানো থেকে শুরু করে খালি হাতে কমব্যাট, সাঁতার, পাহাড় চড়া, রোপ ট্রেনিং সবই ছিল | এছাড়াও জঙ্গি হামলা বা পণবন্দির মত ঘটনা ঘটলে সেই পরিস্থিতি মোকাবিলার মত গুরুত্বপূর্ন ট্রেনিং দেওয়া হয়েছে এই বাহিনীকে| বিভিন্ন বিপর্যয় মোকাবিলা করার ট্রেনিং ও দেওয়া হয়েছে |