Special Train: ভিড় কমাতে উত্তরবঙ্গ রেললাইনে স্পেশাল ট্রেন পরিষবা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ

দিন দিন ট্রেনে যাত্রীসংখ্যা বেড়ে চলেছে। তাই অগাস্টের প্রথম সপ্তাহ থেকে যাত্রীদের অতিরিক্ত ভিড় কমাতে উত্তরবঙ্গে স্পেশাল ট্রেনের পরিষেবা অব্যাহত থাকবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এই ট্রেনগুলি হল, সাপ্তাহিক স্পেশাল ট্রেন নং. ০৩০২৭/০৩০২৮ (হাওড়া-নিউ জলপাইগুড়ি-হাওড়া) ও সাপ্তাহিক স্পেশাল ট্রেন নং. ০৩১০৫/০৩১০৬ (শিয়ালদহ-জাগীরোড-শিয়ালদহ)।

হাইলাইটস:

১। উত্তরবঙ্গে স্পেশাল ট্রেনের পরিষেবা অব্যাহত থাকবে

২। কোন কোন ট্রেন চলবে?

৩। ট্রেনের সময় কী?

এই স্পেশাল ট্রেনগুলি যাওয়া এবং আসা উভয় দিকেই চলবে। ট্রেন নং. ০৩১০৫ (শিয়ালদহ – জাগীরোড) সাপ্তাহিক স্পেশাল শুক্রবারে শিয়ালদহ থেকে ০৯:০০ ঘন্টায় রওনা দিয়ে পরের দিন ০৬:৩০ ঘন্টায় জাগীরোড পৌঁছবে। ট্রেনটি ২ অগাস্ট থেকে ৩০ অগাস্ট অবধি চলবে। ফেরৎ যাত্রার সময়, ট্রেন নং. ০৩১০৬ (জাগীরোড-শিয়ালদহ) সাপ্তাহিক স্পেশ্যাল ৩ অগাস্ট থেকে ৩১ অগাস্ট পর্যন্ত প্রত্যেক শনিবারে জাগীরোড থেকে ১৩:০০ ঘন্টায় রওনা দিয়ে পরের দিন ১৩:০০ ঘন্টায় শিয়ালদহ পৌঁছবে। উভয় দিকের যাত্রাকালে স্পেশ্যাল ট্রেনটি গুয়াহাটি, নিউ আলিপুরদুয়ার, নিউ জলপাইগুড়ি, কিষানগঞ্জ, মালদা টাউন, জঙ্গিপুর রোড, গোয়ালপাড়া টাউন, নিউ বঙাইগাঁও, আজিমগঞ্জ, ব্যান্ডেল ও নৈহাটী ইত্যাদি স্টেশন হয়ে চলাচল করবে।

এছাড়াও, ট্রেন নং. ০৩০২৭ (হাওড়া-নিউ জলপাইগুড়ি) সাপ্তাহিক স্পেশাল চলতি বছরের ৭ অগাস্ট থেকে ২৮ অগাস্ট চলবে।  এটি প্রত্যেক বুধবার হাওড়া থেকে ২৩:৫৫ ঘন্টায় রওনা দিয়ে পরের দিন ১০:৪৫ ঘন্টায় নিউ জলপাইগুড়ি পৌঁছবে। ফেরার সময়, ট্রেন নং. ০৩০২৮ (নিউ জলপাইগুড়ি-হাওড়া) সাপ্তাহিক স্পেশ্যাল প্রত্যেক বৃহস্পতিবার নিউ জলপাইগুড়ি থেকে ১২:৪৫ ঘন্টায় রওনা দিয়ে পরের দিন ০০:১০ ঘন্টায় হাওড়া পৌঁছবে। এটি ৮ অগাস্ট থেকে ২৯ অগাস্ট পর্যন্ত চালু থাকবে।  যাত্রাকালে স্পেশ্যাল ট্রেনটি কিষানগঞ্জ, আজিমগঞ্জ, কাটওয়া, মালদা টাউন ও ব্যান্ডেল ইত্যাদি স্টেশন হয়ে চলাচল করবে।

এর ফলে যাত্রীরা সহজ ও আরামদায়কভাবে যাতায়াত করতে পারবে। উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, যাত্রীরা এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাবে এবং উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও সূচিত করা হয়েছে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...