বিশেষ জুতো তৈরি হবে শরীর সুস্থ রাখতে

মেডিকেটেড জুতো তৈরী করার কেন্দ্র গড়ে উঠতে চলেছে যোধপুরেজুতোর মধ্যেও আমাদের অনেকটাই সুস্থ থাকার বীজ নিহিত থাকে। সেই কথা মাথায় রেখে দেশের ১২টি ফুটওয়্যার ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের মধ্যে যোধপুরের এই সংস্থাটিতে উপরিউক্ত উদ্দেশ্যের কথা মাথায় রেখেই গড়ে তোলা হচ্ছে উৎকর্ষ কেন্দ্র।

                          দুর্ঘটনাগ্রস্ত, বা হাড়ের বৃদ্ধিতে অসামঞ্জস্য রয়েছে, কেউ ডায়বিটিসে ভুগছেন অথবা ভারতীয় সেনা জওয়ান যাঁরা মরুভূমি, পাহাড় কিংবা বিস্ফোরনের আশঙ্কা রয়েছে এমন এলাকায় ডিউটি করার জন্য যাচ্ছেন, তাঁদের কথা মাথায় রেখেই ওই কেন্দ্রে তৈরী হবে বিশেষ ধরনের জুতো। যোধপুর এফডিডিআই এর প্রশিক্ষক মহেশ কুমার জানান, প্রত্যেক  মানুষেরই বিশেষ ধরণের জুতোর দরকার হয়। কিন্তু ভারতে এমন কোনও সংস্থায় মেডিকেটেড জুতো তৈরী হয়না। মহেশ জানান, এই কাজের জন্য সাহায্য নেওয়া হচ্ছে বিদেশের একটি বিশ্ববিদ্যালয়ের, যাদের এই বিষয়ে দক্ষতা রয়েছে। রাজস্থানের মরুভূমির তাপমাত্রা সইতে পারবে এমন জুতো তৈরী হবে সেনাবাহিনীর জন্য। এই কাজের জন্য একটি জুতো প্রস্তুতকারক সংস্থার সঙ্গে আলোচনা হয়েছে। কোন ধরনের সামগ্রী এতে ব্যবহার করতে হবে এবং তার ডিজাইন কেমন হবে তা ওই সংস্থাকে জানানো হবে। আবার দুর্গম পার্বত্য এলাকা কিংবা বিস্ফোরণের আশঙ্কা রয়েছে এমন জায়গায় কাজ করার জন্যও জুতো তৈরী হবে ওই কেন্দ্রে। সেক্ষেত্রে আইআইটি দিল্লির সহায়তা নেওয়া হচ্ছে। প্রশিক্ষক মহেশ কুমার জানান, ওই কেন্দ্রটি গড়তে খরচ হচ্ছে ২০ কোটি টাকা। কাজ শুরু হয়ে গিয়েছে। আশা করা হচ্ছে, আগামী এপ্রিলের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে।

                    এছাড়াও ভারতে মোট ১২ টি এফডিডিআই-এর মধ্যে একটি হবে কলকাতায়। সেখানে গড়ে উঠতে চলেছে লেদার পার্স, ব্যাগ, স্যুটকেস এবং জ্যাকেটের ডিজাইনের উৎকর্ষ কেন্দ্র। যোধপুর, কলকাতা, রায়বেরিলি, হায়দ্রাবাদ, রোহতক, নয়ডা এবং চেন্নাই মোট সাতটি কেন্দ্র। সূত্রের খবর, ১২টি কেন্দ্রের মধ্যে বিশেষ বিশেষ উদ্দেশ্য নিয়ে সাতটি কেন্দ্রেই এমন সেন্টার অফ এক্সেলেন্স গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র।

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...