২৬ নভেম্বর সংবিধান সভা কর্তৃক ভারতীয় সংবিধান গ্রহণের ৭০ বছর পূর্তি উপলক্ষে সংবিধান দিবস উদযাপনের অঙ্গ হিসেবে সারা দেশ জুড়ে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। গোটা বছর জুড়ে এই কর্মসূচি পালিত হবে। উল্লেখ্য, প্রতি বছর ২৬ নভেম্বর দিনটি সংবিধান দিবস হিসেবে উদযাপিত হয়ে থাকে। সাধারণ মানুষকে তাদের দায়িত্ব ও কর্তব্য স্মরণ করিয়ে দিতে ভারতীয় সংবিধানে যে নৈতিকতা ও মূল্যবোধের ব্যাপারে উল্লেখ করা রয়েছে, সে সম্পর্কে ওয়াকিবহাল করতেই দিনটি উদযাপিত হয়। ভারতীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং সমস্ত ভারতীয়কে তাঁদের সঠিক দায়িত্ব পালন করার সম্পর্কে উৎসাহিত করাও এই দিনটি পালনের অন্যতম উদ্দেশ্য।
মঙ্গলবার সকাল ১১টায় সংবিধানের প্রস্তাবনা পথে সমাজের সব স্তরের মানুষকে সামিল করার একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রতিটি মন্ত্রক, দফতর এবং সংগঠন, সংবিধান দিবস উপলক্ষে সংবিধান প্রস্তাবনা পাঠ করছে। এছাড়াও দেশ জুড়ে আলোচনা সভা, সেমিনার এবং অন্যান্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সংসদের সেন্ট্রাল হলে সংবিধান দিবস উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, লোকসভার অধ্যক্ষ, কেন্দ্রীয় আইন ও ন্যায় বিচার মন্ত্রী ছাড়াও সংসদ সদস্যরা উপস্থিত থাকছেন। এই উপলক্ষে একটি ডিজিটাল আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে এবং যুব সংসদ প্রকল্প সংক্রান্ত একটি পোর্টালেরও সূচনা করা হয়েছে।
#presidentkovind, Vice President @MVenkaiahNaidu and PM @narendramodi during the special session of Parliament to commemorate #ConstitutionDay pic.twitter.com/KHC6blh6mY
— PIB India (@PIB_India) November 26, 2019