আসছে সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকী, তাঁকে শ্রদ্ধা জানাতে এবার বিশেষ উদ্যোগ নিল ‘ক্লিক’

২ মে আসতে আর বেশি দিন। এই দিনটা বাঙালি সিনেমাপ্রেমীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। বিশাল মাহাত্ম্য রয়েছে এই দিনটির। এদিন কিংবদন্তী পরিচালক এবং চিত্র নাট্যকর সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকী। এইবছর ১০৩ বর্ষে পা দেবেন তিনি।

মানিক বাবু ওরফে সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা জানাতেই এক বিশেষ উদ্যোগ নিল ওটিটি প্ল্যাটফর্ম ‘ক্লিক’। জানা গিয়েছে ‘ক্লিক’ প্ল্যাটফর্মে, ২২ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত চলবে ‘মানিক বাবুর পাঁচালী’। স্ট্রীম হচ্ছে Raytrospective। বিশ্বজুড়ে ‘ক্লিক’-এ সিনেমা প্রেমীরা মানিকবাবুর বিভিন্ন সিনেমা HD মানে দেখতে পারবেন।

আমরা সবাই বড় হয়েছি মানিক বাবুর সেইসমস্ত ‘আইকনিক’ ছবি দেখে। সুকমার রায়ের পুত্র ছিলেন তিনি। ফলে, সাহিত্য তাঁর রক্তে। ১৯২১ সালে কলকাতায় জন্মগ্রহণকারী সত্যজিৎ রায়ের চলচ্চিত্রের যাত্রা শুরু হয় তাঁর প্রথম সিনেমা 'পথের পাঁচালী'র (১৯৫৫) হাত ধরে। তিনি আমাদের শিখিয়েছেন ছবি কিভাবে দেখতে হয়।

‘পথের পাঁচালি নয়’, ‘চারুলতা’, ‘দেবী’, ‘আগন্তুক’, ‘গণশত্রু’, ‘মহানগর’, ‘জলসাঘর’, ‘জনঅরণ্য’-র মতন বহু সিনেমা সকলের মনে গেঁথেছিলেন তিনি। ছোটদের জন্য তৈরি করেছেন ‘গুপী গাইন বাঘা বাইন’, ‘হীরক রাজার দেশে’, যা সমান ভাবে মন জুড়িয়েছে বড়দেরও।

এই সমস্ত ছবি এবার এইচডি রূপে দেখবেন দর্শকেরা।

এই বিষয়ে 'ক্লিক' ওটিটির কর্ণধার অভয় তাঁতিয়া জানিয়েছেন যে সত্যজিৎ রায় বাংলা তথা ভারতীয় চলচ্চিত্রের এমন একজন মানুষ যাঁকে নিয়ে যতই সবাই চর্চা করে ততই কম মনে হয়। আর 'ক্লিক'-এর অন্যতম লক্ষ্য হল এই সব ক্লাসিক সিনেমাগুলিকে নতুন করে তুলে ধরা আধুনিক প্রযুক্তির সহায়তায়, যাতে তা আরও উপভোগ্য হয়ে ওঠে। এই কাজ তাঁরা চালিয়ে যাচ্ছেন আর ভবিষ্যতেও করে যাবেন বলেই আশ্বাস দিয়েছেন তিনি। এবারও তাঁরা চেষ্টা করেছেন ‘রায়ের’ নির্মিত চলচ্চিত্র ও তথ্যচিত্রের মাধ্যমে তাঁর কাজের ব্যাপ্তির উপর আলোকপাত করার। তিনি আশা করছেন যে তাঁদের উদ্দেশ্য সফল হবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...