তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য কলকাতায় খুলল বিশেষ ক্লিনিক। এই প্রথম এই ধরনের ক্লিনিক খুলল কলকাতায়। উদ্যোক্তারা জানিয়েছেন, ২৭ ফেব্রুয়ারি উদ্বোধনের পরে ওই ক্লিনিকে চিকিৎসকদের পরামর্শ নিতে এসেছেন অন্তত ৩৫ জন। প্রথম দু'দিনেই ক্লিনিকে অভাবনীয় সাড়া মিলেছে।
'অ্যাসোসিয়েশন অফ ট্রান্সজেন্ডার অ্যান্ড হিজড়াস অফ বেঙ্গল' এবং 'প্রান্ত কথা'র উদ্যোগে তৈরী হয়েছে ওই ক্লিনিক। সংস্থার অন্যতম কর্ণধার বাপ্পাদিত্য মুখোপাধ্যায় জানান, শুধু বাংলাতেই নয়, গোটা উত্তর-পূর্ব ভারতে এটি প্রথম ট্রান্সজেন্ডার ক্লিনিক। আপাতত ৬জন ডাক্তার নিয়ে এই ক্লিনিকটি শুরু হয়েছে। প্রয়োজনে এই সংখ্যা আরও বাড়ানো হতে পারে। তিনি আরও জানান, শুধুমাত্র তৃতীয় লিঙ্গের জন্য তৈরী এই ক্লিনিকে ১২টি শয্যা থাকছে। ক্লিনিক খোলা থাকবে প্রতি মাসে দুদিন করে। যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে রোগীদের ভর্তি করেও এখানে চিকিৎসা করা হবে। এখানে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে।
ক্লিনিকে আসা রোগীরা যথেষ্ট খুশি তাদের জন্য বিশেষ এই হাসপাতাল গড়ে ওঠার জন্য। রাজ্য এবং কেন্দ্রীয় সরকার প্রচুর প্রতিশ্রুতি দিলেও কাজের কাজ কিছু হয়নি, এবারে তাদের সব সমস্যার কথা ডাক্তারদের বলা যাবে। ডাক্তারদের কাছ থেকেও তাঁরা যথেষ্ট ভালো ব্যবহার পাচ্ছেন বলে জানান উপস্থিত এক রোগী।