স্পেনের একটি ফুল ঝরে যাওয়ার দিন

ক্ষমতার ভাষা মানুষকে Disintegrate  করে -তার অস্তিস্বকে ভেঙে টুকরো টুকরো করে দেয়। একের সঙ্গে অন্যের কম্যুনিকেশন বন্ধ করে দেয়। ......ক্ষমতার ভাষা ব্যক্তিকে যে মোড়কে ঢেকে ফেলে ব্যক্তি তার বাইরে আর কিছুই দেখতে পায় না। ‘বাইরে’ বলে কিছু থাকতে পারে এটা সে আর বিশ্বাসই করে না। নতুন অভিজ্ঞতার সামনে পড়ে যে হতভম্ব, হতচকিত, ক্রুদ্ধ হয়ে ওঠে এবং ঐ রচনাকে সাহিত্য হিসেবে মেনে নিতে অস্বীকার করে। মুক্ত ভাষা হয়ে ওঠে আক্রমণাত্মক। ভাষার প্রকৃতির মধ্যেই রয়েছে এই বিরোধের বীজ। এই জন্যই বলা হয়, ‘Language is class struggle’ –প্রাধান্যবাদীর ভাষা ভেঙে তৈরী হয় অবদমিতের ভাষা, এই ভাষাই কবিতার ভাষা, গদ্যের ভাষা। আমাদের ভাষা। ক্ষমতা(বুর্জোয়া) যে রুচির গাওনা গায়, আমরা সেই রুচিকে অস্বীকার করি।“

(-শৈলেশ্বর ঘোষ, কবি)

ফেদেরিকো গার্সিয়া লোরকা। তিরিশের দশকে ডন কিহোতে, জিপসিদের বর্ণময় ফ্লামেনকো সঙ্গীত এবং নাচের রোমাঞ্চকর প্রেমভূমি স্পেন কেঁপে উঠেছিল রক্তবিলাসী বর্বর গৃহযুদ্ধের দামামায়। ১৯৩৬ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত স্থায়ী এই গৃহযুদ্ধে লক্ষাধিক মানুষ প্রাণ হারিয়েছিলেন। ১৯৩৬-এর ফ্রেব্রুয়ারী থেকে জুন মাসের মধ্যে ২৩৯টি রাজনৈতিক হত্যাকাণ্ড সংগঠিত হয়। ন্যাশনালিস্টদের তত্ত্বাবধানে হাজার হাজার রিপাবলিক্যানদের হত্যা করা হত। শুধুই কি হত্যা কাণ্ড! না। সমস্ত হত্যাকাণ্ডের পরে মৃতদের আত্মীয়স্বজনদের শোক করার স্বাধীনতা টুকু দেওয়া হতো না। ফেদেরিকো গার্সিয়া লোরকা সেইসমস্ত সংগঠিত রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন যাঁরা, তাঁদের মধ্যেই একটি ফুল, একটি আত্মা, একজন কবি।

লোরকার বয়স তখন আটত্রিশ। ১৯৩৬ সালের আগস্ট মাসের ১৮ তারিখে লোরকাকে গ্রানাডার জেল থেকে নিয়ে যাওয়া হয় পার্শ্ববর্তী পাহাড়ের পাদদেশে। হত্যার জন্যে। ফ্যালাঞ্জিস্টরা বহুদিন ধরেই সে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল। লোরকাকে বন্দী করা একজন ফ্যালাঞ্জিস্টকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে লোরকার কী অপরাধ। সে তখন পরিষ্কারভাবেই বলেছিল যে, তার লেখালেখি অন্যেরা পিস্তল-বন্দুক হাতে নিয়েও যে ক্ষতি করতে পারেনিসে কলম হাতে নিয়েই তার চেয়ে বেশি ক্ষতি করে ফেলেছিল

“আমরা আত্মার মধ্যে বিষকবিতার অভ্যুত্থান অহরহ

মানুষের উজ্জ্বল পায়েচলা পথ ছেড়ে আমি দাঁড়িয়ে আছি

দূরে, বিষণ্ণ নদীর মধ্যে জাহাজের বিদায়বাঁশি সম্বোধন করে যায় আমাকেই

আমি বিদায়ের শব্দ শুনে দেখি কতো সহজে আমার এই মানুষআত্মা

ব্যথা পায়, কতো সহজে ভালোবাসা দিতে গিয়ে দ্যাখে কতো সহজে

বিষাক্ত হয়ে গেছে ভালোবাসা আর কতো সহজে ঘটে মৃত্যু-

মৃত্যুর সময়ে জীবনানন্দ কী ভেবেছিলো আর আমি কী ভাববো

এরকম অর্থহীন বাজে মানুষের ভবিষৎ- “

(-সুবো আচার্য, স্বাধীন ও যথেচ্ছ রচনাসমূহ)

লোরকার প্রথম কাব্যগ্রন্থ ‘রোমান্সেরো গিতানো’ প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই সমগ্র স্পেনে এই বোধ জাগ্রত হয় যে, এমন গভীর ভালোবাসা দিয়ে, এত মায়াময় দরদ দিয়ে, এত প্রবল প্রেম দিয়ে, এত তীব্র আবেগ দিয়ে আর কেউ তো আগে স্বদেশের কথা বলে নি! আন্দালুসিয়ার নিসর্গ, লোকগাথা, জীবনযাপন, ষাঁড়ের লড়াই সমস্ত কিছুই নব্য আদল পায় লোরকার লেখনিতে। হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে উদাত্ত-উদার কন্ঠে কবিতা পড়তে ভালোবাসতেন তিনি।

লোরকা প্রকাশ্যে জানিয়েছিলেন, আমি সবসময়ই তাঁদের সাথে থাকবো যাঁদের সহায়সম্পত্তি বলতে কিছুই নেইএমনকি সেই কিছু না থাকাটাকেও যাঁদেরকে শান্তিতে উপভোগ করতে দেওয়া হয় না

বুঝতে বাকি থাকার কথা নয়, এখন থেকে তিরাশি বছর আগে ফ্যাসিবাদি ফ্রাংকোর ফ্যালাঞ্জিস্ট বাহিনীকে ঠিক কী কারণে হত্যা করতে হয়েছিল এই কবি কে। গায়েব করে দেওয়া হয় তাঁর মৃতদেহ পর্যন্ত। একজন শিক্ষক এবং দু’জন ন্যাশনালিস্ট বিরোধী বামপন্থী বুলফাইটারের সঙ্গে তাঁকে খুন করে ফ্রাংকোর স্বৈরাচারী সরকার ‘যুদ্ধে আহত হয়ে রাস্তার ধারে মৃতাবস্থায় পড়েছিল’ এই বলে তাঁর ডেথ সার্টিফিকেট ইস্যু করে।  

“দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা। তাই তুমি আমাকে দিও না কিছুই

তাই ঘরের মেঝেয় এই অভিনব ও সফল জাহাজ অনুসরণ

যেখানে সূর্য জ্বলে, জলাভূমি, তুষার অনুষ্ঠিত ভাসে

করুণ জল স্থল, সন্তান প্রসাধন ও বিলাসিতার মৃদু ঝাঁকনি

ইচ্ছামত ডুবে ভেসে, আকাশ নির্বাচন, জলের তলায় বলার সুযোগ

অপরিসীম ইঁটনির্মাতা, যন্ত্রময় শহর, অদৃশ্য তারের সংগীতযন্ত্র

সাধারণ ইঁটের তুলনায় কার্পেট, যাবতীয় বিহ্বলতার, সেটাই নয়

সম্ভব ছোটাছুটি বিনিময় ভূমিকার মহাসমর ছবি

মাটির ভিতরে এসো, ডুবোজাহাজ উদ্ভাবন আমি, করুণ ধ্বনিতরঙ্গ।“

(-শম্ভু রক্ষিত, প্রিয় ধ্বনির জন্য কান্না)

কবি পাবলো নেরুদা লোরকার মৃত্যু সংবাদ শুনে বিপন্ন উচ্চারণে বলেন, ‘স্পেনের সেরা ফুল ঝরে গেল।‘

মৃত্যুর আগে কিছু সনেট লিখেছিলেন লোরকা। তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গে রক্তাক্ত রাজনীতির ডামাডোলে সেই সব সনেটগুলোও গায়েব হয়ে যায়। এখন আর আশ্চর্যের কিছু নয়! আমরা জেনে গিয়েছি কবি-কবিতার বিপন্ন আয়না এভাবেই লোপাট হয়ে এসেছে, নির্মম শিরোচ্ছেদ করা হয়েছে বারংবার। ১৯৩৬-এর আগস্টে ক্ষমতাতন্ত্রের গুলিতে বিদ্ধ হয়ে দেহত্যাগ করেছিলেন আন্দালুসিয়ার শ্রেষ্ঠতম কবি, নাট্যকার লোরকা।

Little infinite poem

 ছোট অন্তহীন কবিতা

 

ভুল রাস্তা বেছে নেওয়ার কারন

বরফের মধ্যে প্রবেশ করা

এবং বরফের মধ্যে পৌঁছই

সমাধিক্ষেত্রের কাঠগুলোর ওপর বসে হতাশা জানানোর জন্য...

(ফেদেরিকো গার্সিয়া লোরকা,অনুবাদ- আশীষ সাহা)

 

অতএব...... এই ছিল স্বৈরাচারের ট্রিগারে অপাপবিদ্ধ কবি ফেদেরিকো গার্সিয়া লোরকা’র জীবন্ত অবিচুয়ারি।

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...