১১.৯ মিলিয়ন পাউন্ডের ক্রিসমাস ট্রি

প্রথম বার দেখলে মনে হতেই পারে সাধারণ ক্রিসমাস ট্রি। কিন্তু কাছে গিয়ে দেখলে বোঝা যাবে এই ক্রিসমাস- ট্রি মোটেই সাধারন নয়। যেন রূপকথার পাতা থেকে উঠে আসা।  এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দুর্মূল্য ক্রিসমাস ট্রি

১৯ ফুট লম্বা গাছের ডালে ডালে হীরে, জহরত, মনি, মুক্তো, আরও কত কী!

xএ বছর ক্রিসমাস উপলক্ষে স্পেনের মারবেলার নিকটবর্তী কেম্পিনস্কি হোটেল  তাদের লাউঞ্জের ক্রিসমাস টি সাজিয়েছে হিরে, মুক্তোর মতো বহুমূল্য দিয়ে।

সাধারণ হিরে তো আছেই, তার সঙ্গে লাল, সাদা, গোলাপী এবং কালো হীরা দিয়ে সজ্জিত । ক্রিসমাস ট্রি’র  ডিজাইন করেছে ব্রিটিশ কেক আর্টিস্ট ডেবি উইংহ্যাম।  

শুধুমাত্র পাথর নয়, সঙ্গে আছে গহনাও। যার আনুমানিক মূল্য প্রায় ১৫ মিলিয়ন ডলার।

থ্রিডি-প্রিন্টেড চকোলেট ময়ূর, পালক, উটপাখির ডিম এবং বুলগেরি, ভ্যান ক্লেফ-এর মতো ব্র্যান্ডের পারফিউম দিয়ে সাজানো হয়েছে।  সঙ্গে প্রায় ৫০০ টি হ্যান্ড ক্র্যাফট আর্ট।

স্পেনের এই হোটেলের ২০ বছর পূর্তিতে এমন জমকালো সেলিব্রেশনের  আয়োজন।

আর্টিস্ট ডেবি উইংহ্যাম জানিয়েছেন, ‘ যখন ক্রিসমাস ট্রি  প্রথম দেখলাম আঁতকে উঠেছিলাম। ক্রেনের ওপর উঠে সাজাতে হয়েছে। সেটাও এক দেখার মতো দৃশ্য’।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Still working on this grand installation @kempinskibahia what do you reckon guys????? You may notice a few cable ties thats because once we decided where everything will go, we will secure them. Most the ornaments are so fragile from: Real ostrich and Emu eggs to Resin art bags to mosaic masterpieces, blown glass even 3D printed chocolates, well whats a christmas tree without edible treats! And of course 💎💎💎💎's galore............ #kempinskibahia #kempinskihotel #christmas #mostlavish #mostlavishchristmastree #xmastime #christmas2019 #grandtrees #statement #deckthehalls #merrychristmas #queenofchristmas #worldsmostexpensiveartist #luxury #luxuryhotels #fineart #debbie_wingham

A post shared by Debbie wingham (@debbie_wingham) on

;

২০১০ সালে দুবাইয়ের একটি হোটেল সবচেয়ে ব্যয়বহুল ক্রিসমাস ট্রির বিশ্ব রেকর্ড করেছিল। ১১ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করেছিল তারা ক্রিসমাস ট্রি সাজাতে। স্পেন সেই রেকর্ডকে ভেঙে দিল এবার।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...