স্পেনের মাল্লোরকায় প্রথম ওম্যান ওনলি হোটেল

দিন যাপনের ক্লান্তি, জটিলতা, স্ট্রেস, অ্যাংজাইটি, প্রত্যেকদিন টেনশন ক্রমশ মানুষকে নিজের থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। নিজের ভিতরের মানুষটাকে বাঁচিয়ে রাখার জন্য মাঝে মাঝে একা বেড়িয়ে পড়া দরকার।

 এখন ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে ওম্যান সোলো ট্রিপ। গত কয়েক বছর ধরেই সারা বিশ্ব জুড়ে সোলো ট্রাভেলিং এর প্রবনতা বেড়েছে। মানে একা বেড়াতে যাওয়া। বিশেষ করে মহিলাদের মধ্যে। কিন্তু তাঁদের একা ভ্রমণের ক্ষেত্রে অনেকগুলি দিক কাজ করে, যেগুলোকে কোনও ভাবেই এড়ানো যায় না। বিশেষ করে নিরাপত্তার দিকটি।

 

 ব্রিটিশ এয়ারওয়েজের করা একটি সমীক্ষাতে জানা গিয়েছে ভারত, আমেরিকা, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, ইতালি, ব্রাজিল, চীন এর মত দেশগুলিতে ১৮ থেকে ৬৮ বছর বয়সী মহিলাদের মধ্যে সোলো অ্যাডভেঞ্চার ট্রিপে যাওয়ার আগ্রহ সর্বাধিক। এদের মধ্যে ৭৫ শতাংশ কোন না কোনও সময় একা বেড়াতে গিয়েছেন। আবার অনেকেই পরিকল্পনা করছেন।

কিন্তু মহিলাদের একা বেড়ানোর ক্ষেত্রে কিছু ভাবনা চলেই আসে।  নিরাপত্তা এবং হোটেল এর ভাবনা। অনেক  হোটেলে একা মহিলাকে রুম ভাড়া দিতে রাজি হয় না।  অনেক রকম প্রশ্নের মুখে পড়তে হয়। আবার একা মহিলার নিরাপত্তার প্রসঙ্গটিও এসে পড়ে।

এই সব সমস্যা থেকে বেরতে স্পেনে শুধুমাত্র মহিলাদের জন্য এক হোটেল তৈরি হয়েছে।   স্পেনের মাল্লোরকায় প্রথম ওম্যান ওনলি হোটেল । ৩৯ রুম, পুল, স্পা, লাইব্রেরি, রুফটপ টেরেসের চার তারা হোটেল।  ১৪ বছর পার হলেই মহিলারা নিজেদের জন্য রুম বুক করতে পারবেন এই হোটেলে। সব ধরনের মহিলারাই এখানে থাকতে পারবেন।

FotoJet - 2019-09-30T155328.798

ভিজিটরদের ক্ষেত্রে অবশ্য নিয়ম ‘নো-ম্যান’। অর্থাৎ রাতেরবেলা বহিরাগত পুরুষরা এই হোটেলে প্রবেশ করতে পারবে না।

মহিলারা তো বটেই পুরুষরাও ‘ওম্যান ওনলি’ কনসেপ্টকে স্বাগত জানিয়েছেন। হোটেলে কর্মী নিয়োগের ক্ষেত্রেও মহিলাদের বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছেন ‘পুরুষদের কাজ’ হিসেবে পরিচিত এমন কাজেও  তাঁরা মহিলাদের নিয়োগ করতে চান। কাজের ক্ষেত্রে সামাজিক বৈষম্য, ছেলেদের কাজ মেয়েদের কাজ হিসেবে বিচার করার যে রক্ষণশীল ভাবনা তার মূলে আঘাত করতে চাইছেন তারা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...