শিশু উদ্যান থেকেই এখন থেকে দেখা যাবে মহাকাশ গবেষণার ক্রমবিবর্তন

পূর্ব ভারতের প্রথম স্থায়ী মহাকাশ গবেষণার বিবর্তন এবং সাফল্য সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে এবং সেই ব্যাপারে আগ্রহী করে তুলতে বিধান শিশু উদ্যানে গড়ে উঠতে চলেছে মহাকাশ বিষয়ক স্থায়ী প্রদর্শনী কেন্দ্রআর্যভট্ট, রোহিনী, চন্দ্রযান, পিএসএলভি, মঙ্গলযান-সহ ভারতের মহাকাশ গবেষণার  ক্রমবিবর্তন তুলে ধরা হবে মডেলের মাধ্যমে। এ ছাড়াও সেখানেই গড়ে উঠছে একটি উন্নত মানের টেলিস্কোপ সহ অবজারভেটরিও। সেখানে থাকবে উন্নত মানের টেলিস্কোপ। যার মাধ্যমে শনির বলয়, মঙ্গল, শুক্র, চারটি উপগ্রহ সহ বৃহস্পতি এবং তারাগুচ্ছ দেখা যাবে। ভারতে রকেটের প্রথম ব্যবহার করেছিলেন টিপু সুলতান। টিপুর সেই রকেটের মডেলটিও থাকছে। যোগাযোগের ক্ষেত্রে ইনস্যাট কিংবা প্রাকৃতিক সম্পদের ব্যবস্থাপনায় রিমোট সেন্সিং কর্মসূচি সম্পর্কে জানতে পারবেন আগ্রহী ব্যক্তিরা। মহাকাশ গবেষণার বিবর্তনের ইতিহাসের সঙ্গে সঙ্গে বিক্রম সারাভাই, সতীশ ধাওয়ান, ইউ আর রাও, কে কস্তুরিরঙ্গন, সি মাধবন নায়ার, কে রাধাকৃষ্ণণ সহ যে সমস্ত মহাকাশ বিজ্ঞানী ভারতের মহাকাশ গবেষণাকে সমৃদ্ধ করেছেন, থাকবে তাঁদের কথাও। স্কেটিং-এর ব্যবস্থাও চালু হচ্ছে। আগামী মাস দুয়েকের মধ্যে ৭ হাজার বর্গফুট এলাকায় স্কেটিং ট্র্যাক তৈরী করা হচ্ছে। যাঁরা স্কেটিং শিখতে চাইবেন, তাঁদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থাও থাকবে। বিধান শিশু উদ্যান পরিচালন কর্তৃপক্ষ মনে করছেন, শিশুদের সামনে এভাবে একটি নতুন দিগন্ত খুলে যাবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...