আগামী ৭সেপ্টেম্বর চাঁদের মাটিতে সফ্ট ল্যান্ডিং করবে চন্দ্রায়ন-২। সেই উপলক্ষ্যে ইসরোতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকবেন উক্ত অনুষ্ঠান প্রত্যক্ষ করতে। ইসরোর পক্ষ থেকে সর্ব ভারতীয় একটি অনলাইন ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে। সেই ক্যুইজ প্রতিযোগিতায় সেরা ছাত্র/ছাত্রী সুযোগ পাবে প্রধানমন্ত্রীর সঙ্গে চন্দ্রায়ন-২-এর সফ্ট ল্যান্ডিং দেখার।
এই ক্যুইজ প্রতিযোগিতার মধ্যে দিয়ে ইসরো চাইছে ভারতের নতুন প্রজন্মের মধ্যে মহাকাশ গবেষণা সম্বন্ধে উৎসাহ প্রদান করতে। ২৭ তারিখে বেঙ্গালুরুর এক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ইসরোর চেয়ারম্যান কে শিবন জানান, মহাকাশ সংক্রান্ত গবেষণা আমাদের দেশকে উন্নত পর্যায়ে নিয়ে যাবে। দেশের নতুন প্রজন্মের উচিত এই বিষয়ে আরো এগিয়ে আসা। তিনি পড়ুয়াদের উদ্দেশ্যে বলেন, তাদের মধ্যে যদি কখনও খেয়ালখুশির ভাবনা আসে, তা যেন কেউ কখনো পাগলামি ভেবে পরিত্যাগ না করে। পৃথিবীর সেরা উদ্ভাবনী বিষয়গুলি এই পাগলামো চিন্তা-ভাবনা থেকেই এসেছে বলে অনুষ্ঠানে জানান তিনি। ১৯৬০ সালে বিক্রম সারাভাই মহাকাশ গবেষণার বিশাল সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নের কথা ভেবেছিলেন। সেই সময় অন্যান্য দেশ যুদ্ধের কাজে মহাকাশকে ব্যবহারের কথা ভাবছিল। তাই সারাভাইয়ের ভাবনা তখন অনেকের কাছে খ্যাপামি বলে মনে হয়েছিল। কিন্তু তাঁর ভবিষ্যৎ দর্শন গোটা দেশকেই বদলে দিয়েছে। এই মহাকাশ গবেষণা থেকেই আমরা এত উন্নত প্রযুক্তি পেয়েছি।
ভারত মহাকাশ গবেষণার ক্ষেত্রে দিনের পর দিন এগিয়ে চলেছে, এই পরিপ্রেক্ষিতে কানাঘুষো শোনা যাচ্ছে ভারতের মতো গরিব দেশের মহাকাশ গবেষণা করার মত বিলাসিতা করা উচিত কি না। সেই দিনের অনুষ্ঠানে এই প্রসঙ্গে ইসরোর চেয়ারম্যান বলেন, ভারত অর্থনৈতিকভাবে যথেষ্ট উন্নত। দেশের সম্পদ সকলের কাজে লাগা উচিত। দেশের সামনে আজ অনেক সুযোগ। বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে তিনি বলেন, ভারতের অর্থনীতি বিশ্বের সপ্তম বৃহত্তম এবং ক্রয়ক্ষমতার দিক দিয়ে দেখতে গেলে তৃতীয়। রিমোট সেন্সিং স্যাটেলাইটে ভারত এক নম্বর, গম এবং চাল উৎপাদনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। ভারতের তথ্যপ্রযুক্তি অন্যান্য দেশের জায়গায় যথেষ্ট শক্ত জায়গায় রয়েছে, যার কারনে গোটা দুনিয়ার কাছে ভারত ঈর্ষার ক্ষেত্র। তাই তিনি দেশের পড়ুয়াদের মহাকাশ গবেষণার ক্ষেত্রে আরও এগিয়ে আসতে আহ্বান জানান।
For those who missed Space Quiz earlier, here is one more opportunity for you to participate and get a chance to watch landing of #Chandrayaan2 live with PM.
— ISRO (@isro) August 21, 2019
Date of the quiz extended till August 25, 2019
For details visit https://t.co/CuwpQpFSge pic.twitter.com/uBy1zBuosi