সৌভিক থেকে স্যাভি

এখন পরপর বাংলা ছবিতে সুর দিচ্ছেন ও গানও গাইছেন সৌভিক অর্থাৎ স্যাভি | সে বাংলা বান্য়িজিক সিনেমা হোক বা প্যারালাল সিনেমা| তার বাড়িতে নিয়মিত গান বাজনা হত, কিন্তু ছোটবেলা থেকে তার গানের বদলে খেলাধুলার প্রতি ঝোঁক টা ছিল বেশী| ‘রোজা’ সিনেমার গান শোনার পর স্যাভির জীবনটাই বদলে গেল| খেলাধুলা ছেড়ে গান বাজনার প্রতি আগ্রহ বাড়তে থাকে| মাধ্যমিকের পর কি-বোর্ড শেখা শুরু করেন|

তারপর ‘অভিলাষা’ ব্যান্ডে কাজ করা শুরু করেন| সেখানে তার নাম সৌভিক থেকে ‘স্যাভিতে’ রুপান্তরিত হয়| পড়ে নীল দত্ত ও অঞ্জন দত্তকে আসিস্ট করেন এ. আর . রহমান এর ভক্ত|

ফেসবুক এর দৌলতে হিমাংসু ধানুকার ছবি খোকাবাবুতে  কাজ করার পর থেকে তাকে আর ফিরে তাকাতে হয়নি| বান্য়িজিক ছবি ছাড়া প্যারালাল ছবি ‘বিবাহ ডায়রিজ’, ‘ঘরে এন্ড বাইরে’ , ‘জেনারেশন আমি’ র মত সিনেমায় সুর দিয়েছেন| অরিজিত শিং,  আরমান মালিক, শান, লগ্নজিতা, অনুপম রায়ের মত শিল্পী দের সাথে কাজ করা সঙ্গীত পরিচালকের আক্ষেপ রয়ে  গেছে এখনো পর্যন্ত  কোনো পুরস্কার না পাওয়ার |

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...